ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ঝলক

প্রকাশিত: ০৫:৫৪, ২৮ ডিসেম্বর ২০১৮

ঝলক

পাঁচ ফুট সাত ইঞ্চি লম্বা চুল ১৬ বছর বয়সে পাঁচ ফুট সাত ইঞ্চি দৈর্ঘ্যরে চুলের অধিকারী হয়ে রেকর্ড বইয়ে জায়গা করে নিয়েছে এক ভারতীয়। এ জন্য গিনেস কর্তৃপক্ষ নিলাশি প্যাটেল নামের এই মেয়েকে সনদ দিয়েছে। নিলাশির জন্ম গুজরাটে। গত ১০ বছর ধরে নিলাশির চুলে নাপিতের কাঁচির পোঁচ পড়েনি। অবশ্য এ নিয়ে নিলাশির বাজে অভিজ্ঞতা রয়েছে। ৬ বছর বয়সে একবার নাপিতের কাছে চুল ছাঁটাতে গিয়েছিল মেয়েটি। ওই নরসুন্দর এবড়ো-খেবড়ো করে নিলাশির চুল কেটে দিয়েছিল। এরপর থেকে রাগ করে আর চুল কাটাতে যায়নি সে। এই সিদ্ধান্তই নিলাশিকে এখন রেকর্ড বইয়ে জায়গা পেতে সহায়তা করেছে। গিনেস বুকে নাম ওঠায় উচ্ছ্বসিত নিলাশি প্যাটেল বলল, ছোটবেলায় আমি চুল কাটাতে গিয়েছিলাম। নাপিত অত্যন্ত বাজেভাবে আমার চুল কেটে আমাকে অসুন্দর বানিয়ে দিয়েছিল। সেই সময় থেকে আমি আর চুল কাটিনি। সে আরও বলল, আমাকে দেখে সবাই ভাবে এতবড় চুল নিয়ে আমি কষ্টে আছি। বিষয়টি আসলে তা নয়। এই চুল রেখে আমি খেলাধুলা করছি। পড়াশোনা করছি। আমি মনে করি বড় চুলে আমাকে বেশ মানায়। -ইন্ডিয়া টুডে অবলম্বনে। বোতলের সান্তা ক্লজ একজন ভাস্কর বালু ও প্লাস্টিকের বোতল দিয়ে সান্তা ক্লজ তৈরি করে আলোচনায় এসেছেন। ৩০ ফুট উচ্চতার এই সান্তা ক্লজ তৈরিতে ১০ হাজার প্লাস্টিকের বোতল ব্যবহার করা হয়েছে। এ বছরের বড় দিনে ভারতের উড়িষ্যা রাজ্যের পুরির সমুদ্র সৈকতে এই সান্তা ক্লজ তৈরি করা হয়। বিশ্বের প্রখ্যাত বালু ভাস্কর সুদর্শন পট্টনায়েক মাত্র দুই দিনে এই সান্তা ক্লজ তৈরি করেন। বালুর পাশাপাশি প্লাস্টিকের বোতল ব্যবহারের অবশ্য অন্য ব্যাখ্যা রয়েছে। প্লাস্টিক পণ্য থেকে পরিবেশ দূষণের বিষয়টি নজরে আনতে এই উদ্যোগ নেন সুদর্শন পট্টনায়েক। আর এই সান্তায় ৮৮২ টন বালি ব্যবহার করা হয়। ভাস্কর্যটির নিচে লেখা হয়, পরিবর্তনের জন্য প্রস্তুতি নিন। প্লাস্টিক দূষণের বিরুদ্ধে রুখে দাঁড়ান। এই ভাস্কর্যটি রেকর্ড বইয়ে ঠাঁই পেতে পারে বলে ধারণা সুদর্শনের। গণমাধ্যমকে তিনি বলেন, শুধু পরিবেশ দূষণের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে আমি এই উদ্যোগ নিয়েছিলাম। ভাস্কর্যটি দেখতে বড় দিনে হাজার হাজার লোক ভিড় জমায়। -এনডিটিভি অবলম্বনে।
×