ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

উবাচ

প্রকাশিত: ০৫:৫৪, ২৮ ডিসেম্বর ২০১৮

উবাচ

জানোয়ার স্টাফ রিপোর্টার ॥ পুলিশ কি? ড. কামাল হোসেন বলেছেন জানোয়ার। এ নিয়ে পুলিশের মন খারাপ করার কিছু নেই। তিনি তার বিরোধী পক্ষের আইনজীবীকে একবার বাস্টার্ড বলে উচ্চ আদালতেই গালি দিয়েছিলেন। সম্প্রতি তিনি সাংবাদিকদের বলেছেন খামোশ। বাস্টার্ড থেকে খামোশ, সেখান থেকে জানোয়ার। আইনজীবী থেকে সাংবাদিক, সেখান থেকে পুলিশ। ড. কামাল হোসেনের কাছে কেউ নিরাপদ নন। এবার দেখা যাক, ভবিষ্যতে তিনি কাকে গালি দেন। তবে, ইতিবাচক বিষয় হচ্ছে, ড. কামাল প্রত্যেকবারই গালাগাল করার পর এর ব্যাখ্যা দিয়েছেন। ব্যাখ্যা নিজের মতো করে দিলেও প্রমাণ হয়েছে, তিনি গালিটি দিয়েছিলেন। সংসদ নির্বাচন বিষয়ে নির্বাচন কমিশনে আলোচনায় বসে মেজাজ হারান ড. কামাল হোসেন। এ সময় পুলিশকে তিনি জানোয়ার বলে গালি দিলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এর প্রতিবাদ করলেই গোল বাধে। ড. কামালের নেতৃত্বে যাওয়া বিএনপির প্রতিনিধি দল নির্বাচন কমিশন ত্যাগ করে। বাইরে এসে উল্টো সিইসি তাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছে বলে দাবি করা হয়। পরবর্তীতে প্রকৃত ঘটনা প্রকাশিত হলে আগের মতোই ড. কামাল ব্যাখ্যা দেন। কিন্তু এভাবে তিনি কেনইবা গালি দেন আর কেনইবা সত্য-মিথ্যায় ব্যাখ্যা দেন, সেটি নিয়ে প্রশ্ন উঠেছে। নাটক! স্টাফ রিপোর্টার ॥ নির্বাচনে প্রভাব খাটাতে বিএনপির পক্ষে টাকা ঢালছেন প্রার্থীরা। গোপন টাকার প্রথম চালানটি ছিল কোটি টাকার। আর দ্বিতীয় চালানটি ছিল আট কোটি। পুলিশের হাতে এই পরিমাণ টাকা ধরা পড়ার পর স্বীকারও করেছে বিএনপির পক্ষে এই টাকা বিতরণ করা হচ্ছিল। এই টাকা বিতরণ করার জন্য আবার অস্থায়ী অফিসও ভাড়া নেয়া হয়েছিল। এক বিএনপি কর্মীর এ্যাকাউন্টে প্রায় শত কোটি টাকা লেনদেনের তথ্য-প্রমাণও পাওয়া গেছে। কিন্তু দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই ঘটনায় বলছেন, ভোটের আগেরদিন পর্যন্ত বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের বিরুদ্ধে আরও নাটক, বায়োস্কোপ ও সিনেমা সরকার প্রচার করবে। এর আগেও রিজভী নয়া পল্টনে পুলিশের গাড়ি পোড়ানোর পর বলেছিলেন, এসব সরকারী লোকদের কাজ। কিন্তু পরে যখন পুলিশ অপরাধীদের ধরল তখন দেখা গেল সবই বিএনপি ও তাদের অঙ্গ সংগঠনের। এর পরও অফিসার্স ক্লাবে সচিবদের ভুয়া বৈঠকের খবর প্রচার করেন। কয়েক সচিব এর প্রতিবাদ করলে কুলুপ আঁটেন রিজভী। একের পর এক মিথ্যা কথা বলেই চলেছেন রিজভী। অনেকেই বলছেন, কোন প্রকার তথ্য-প্রমাণ ছাড়া রিজভী প্রতিদিনই মিথ্যা কথা বলছেন। কিন্তু এর কোন প্রতিকার হচ্ছে না। জেতার আগে জিতবেন না স্টাফ রিপোর্টার ॥ জেতার আগে না জিতে যাওয়ার জন্য নিজ দলের নেতাকর্মীকে সতর্ক করে দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, আপনাদের কাছে অনুরোধ, জেতার আগে জিতবেন না। দেশের মানুষ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে দাবি করে ওবায়দুল কাদের বলেন, তারা যদি ক্ষমতায় আসে, আবার হাওয়া ভবন তৈরি হবে, দুর্নীতিতে দেশ আবার চ্যাম্পিয়ন হবে। শেখ হাসিনা দেশকে আলোর পথে এনেছেন। বিএনপি ক্ষমতায় এলে দেশ আবার অন্ধকারে ফিরে যাবে। তিনি বলেন, বিএনপি হারার আগেই হেরে গেছে।
×