ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মুক্তিযুদ্ধবিরোধী শক্তিকে পরাজিত করুন

প্রকাশিত: ০৫:৫২, ২৮ ডিসেম্বর ২০১৮

মুক্তিযুদ্ধবিরোধী শক্তিকে পরাজিত করুন

আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে মুক্তিযুদ্ধবিরোধী শক্তিকে পরাজিত করার আহ্বান জানিয়েছেন দেশের ১৬ জন বিশিষ্ট নাগরিক। বৃহস্পতিবার গণমাধ্যমে সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ স্বাক্ষরিত বিবৃতিতে এই আহ্বান জানানো হয়। বিবৃতিতে তারা বলেন, আমরা মুক্তিযুদ্ধের আদর্শভিত্তিক একটি অসাম্প্রদায়িক প্রগতিশীল সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মুক্তিযুদ্ধবিরোধী শক্তি, সাম্প্রদায়িক জঙ্গীগোষ্ঠী এবং ঘাতকচক্রকে ব্যালটের মাধ্যমে পরাজিত করার জন্য তরুণ সমাজ ও দেশবাসীর প্রতি আহ্বান জানান। বিবৃতিতে স্বাক্ষরকারী বিশিষ্টজনরা হলেনÑ জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাংবাদিক কামাল লোহানী, কথাশিল্পী হাসান আজিজুল হক, অর্থনীতিবিদ অনুপম সেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, চিত্রশিল্পী হাশেম খান, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ডাঃ সারোয়ার আলী ও মফিদুল হক, নাট্যজন আতাউর রহমান, কবি নির্মলেন্দু গুণ, কথাসাহিত্যিক সেলিনা হোসেন, নাট্যজন মামুনুর রশীদ, নাসির উদ্দীন ইউসুফ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ ও সাধারণ সম্পাদক হাসান আরিফ এবং সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে. চৌধুরী। বিবৃতিতে তারা বলেন, ৩০ ডিসেম্বর ২০১৮ অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন ক্রান্তিকাল উত্তরণে আমাদের সামনে বিরাট সুযোগ এনে দিয়েছে। অংশগ্রহণমূলক, গ্রহণযোগ্য সংসদ নির্বাচন সুসম্পন্ন করার জন্য নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান এবং রাজনৈতিক দলসমূহের দায়িত্বশীল ও সহনশীল ভূমিকা রাখতে আমরা আহ্বান জানাই। -বিজ্ঞপ্তি
×