ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ডুয়ো’র ডাউনলোড সংখ্যা শতকোটি ছাড়িয়েছে

প্রকাশিত: ০৪:৪৮, ২৮ ডিসেম্বর ২০১৮

ডুয়ো’র ডাউনলোড সংখ্যা শতকোটি ছাড়িয়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ গুগল প্লে স্টোরে ভিডিও চ্যাটিং এ্যাপ ডুয়ো’র ডাউনলোড সংখ্যা শতকোটি ছাড়িয়েছে। ২০১৬ সালে মার্কিন ওয়েব জায়ান্ট গুগল এই এ্যাপ বাজারে আনে। ইনস্ট্যান্ট মেসেজিং এ্যাপ এ্যালো’র সঙ্গে এই এ্যাপটিও আনে গুগল। শনিবার প্রযুক্তি সাইট এ্যান্ড্রয়েড পুলিশ-এর প্রতিবেদনে বলা হয়, ‘ছয় মাস আগে ডুয়োর ডাউনলোড সংখ্যা ৫০ কোটি হয়, এই সময়ের মধ্যে আরও ৫০ কোটি ডাউনলোড হওয়াটা খুবই চমৎকার।’ ২০১৮ সালে প্রতিষ্ঠানটি ডুয়ো সমর্থিত আইপ্যাড, এ্যান্ড্রয়েড ট্যাবলেট, ক্রোমবুক আর স্মার্ট ডিসপ্লে বাজারে এনেছে। ২০১৬ সালে নিজস্ব এই ভিডিও কলিং এ্যাপ ডুয়ো চালু করে গুগল। এক সপ্তাহের মধ্যেই এ্যাপটি গুগল প্লে স্টোর-এর বিনামূল্যের ডাউনলোড করা এ্যাপগুলোর তালিকায় শীর্ষে উঠে আসে। এর আগে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, তাদের মেসেজিং এ্যাপ এ্যালো ২০১৯ সালের মার্চ থেকে আর কাজ করবে না। এ্যান্ড্রয়েড মেসেজিং ও ভিডিও কলিং এ্যাপ ডুয়ো উন্নত করতে জোর দেয়ায় এই পদক্ষেপ নিচ্ছে তারা।
×