ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিস্কুট উৎপাদনে যাচ্ছে মুন্নু সিরামিক

প্রকাশিত: ০৪:৪৫, ২৮ ডিসেম্বর ২০১৮

বিস্কুট উৎপাদনে যাচ্ছে মুন্নু সিরামিক

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মুন্নু সিরামিকস নতুন বিস্কুট ফ্রাইং রোলার ক্লিন মেশিন কিনেছে। ইতোমধ্যে কোম্পানিটির নতুন ব্রান্ডের মেশিন কোম্পানিটির কারখানা ইসলামপুর, ধামরাইয়ে পৌঁছেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, মদিনা টেকনোলজি থেকে কোম্পানিটি বিস্কুট ফ্রাইং রোলার কিনেছে। বর্তমানে মেশিন স্থাপনের কাজ চলছে। মেশিন স্থাপন হলে কোম্পানির উৎপাদন দ্বিগুণ হবে। আর রফতানি ও অভ্যন্তরীণ বাজারে ব্যাপক চাহিদা থাকায় কোম্পানির টার্নওভারও বাড়বে। ১৯৮৩ সালে তালিকাভুক্ত কোম্পানির মোট শেয়ারের ৬২.৪০ শতাংশই রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। বাকি শেয়ারের ৯.১৫ শতাংশ রয়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে, বিদেশউ বিনিয়োগকারীর কাছে দশমিক ১২ শতাংশ। আর ২৮.৩৩ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে। -অর্থনৈতিক রিপোর্টার
×