ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মোবাইলে লেনদেনকারীর সংখ্যা ৪০ হাজার

প্রকাশিত: ০৪:৪৪, ২৮ ডিসেম্বর ২০১৮

মোবাইলে লেনদেনকারীর সংখ্যা ৪০ হাজার

অর্থনৈতিক রিপোর্টার ॥ বিশ্বের অন্যান্য স্টক এক্সচেঞ্জের সঙ্গে তাল মিলিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড প্রযুক্তিগত উন্নয়ন করে যাচ্ছে। আধুনিক প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে ঢাকা স্টক এক্সচেঞ্জ পুঁজিবাজারের লেনদেনকে করেছে সর্বাধুনিক ও সহজসাধ্য। ডিএসইতে মোবাইলের মাধ্যমে লেনদেন এই প্রযুক্তিগত উন্নয়নের এক অনন্য উদাহরণ। মোবাইলের মাধ্যমে লেনদেন ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে। বর্তমানে ডিএসই মোবাইলের মাধ্যমে লেনদেন ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৪০ হাজারে দাঁড়িয়েছে। ডিএসইর তথ্য অনুসারে, দেশের পুঁজিবাজার বিকাশের ক্ষেত্রে ২০১৬ সালের ৯ মার্চ সংযোজন হয় ডিএসই-মোবাইল এ্যাপ। এই এ্যাপ চালুর পর ক্রমবর্ধমান হারে মোবাইলে লেনদেন ব্যবহারকারীর সংখ্যা বেড়েই চলছে যা ২০১৮ সালের শেষে দাঁড়ায় ৩৯ হাজার ৩৪৩ জনে। ২০১৮ সালে ডিএসই মোবাইল এ্যাপে লেনদেনের মোট অর্ডার পড়েছে ৫৪ লাখ ৭১ হাজার ৮৩৫টি আদেশ প্রেরণ করে। এর মধ্যে ৩৭ লাখ ২৬ হাজার ৪৫৪টি আদেশ কার্যকর হয়। ডিএসইর কর্মকর্তারা জানান, বর্তমান ভার্সনটির মাধ্যমে কেবল এ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারী লেনদেন করতে পারেন। একই সঙ্গে মোবাইলের মাধ্যমে বিশ্বের যে কোন স্থান থেকে ইন্টারনেট সংযোগ নিয়ে শেয়ার কেনাবেচা করা যাবে। বর্তমানে কেবল বাংলাদেশে বসেই এ্যাপটি ব্যবহার করা যায়। ডিএসই লেনদেন সুবিধাকে সংশ্লিষ্টদের হাতের মুঠোয় পৌঁছে দেয়ার লক্ষ্যে অবকাঠামোগত সকল সুযোগ-সুবিধা উন্নয়ন করে যাচ্ছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ লেনদেনের ক্ষেত্রে প্রযুক্তির সর্বোত্তম সুবিধা বিনিয়োগকারীর দোরগোড়ায় পৌঁছাতে সর্বদা সচেষ্ট। ৭ কোম্পানির বোনাস বিওতে জমা অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত ৭ কোম্পানি সর্বশেষ হিসাব বছরের (২০১৭-১৮) জন্য ঘোষিত লভ্যাংশের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠিয়েছে। বৃহস্পতিবার বিনিয়োগকারীদের হিসাবে ওই শেয়ার পাঠানো হয়। সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিগুলো হচ্ছে- বঙ্গজ, জেমিনি সি ফুড, এমএল ডাইং, অলিম্পিক এক্সেসরিজ, সাফকো স্পিনিং, ভিএফএস থ্রেড ডাইং এবং ওয়াটা কেমিক্যালস। উল্লেখ্য, ২০১৭-১৮ অর্থবছরের জন্য বঙ্গজ ১৫ শতাংশ, জেমিনি সি ফুড ১৫ শতাংশ , এমএল ডাইং ২০ শতাংশ, অলিম্পিক এক্সেসরিজ ১০ শতাংশ, সাফকো স্পিনিং ৩ শতাংশ, ভিএফএস থ্রেড ডাইং ১০ শতাংশ এবং ওয়াটা কেমিক্যালস ৩০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছিল। সেই বোনাস শেয়ার বিও এ্যাকাউন্টে পাঠানো হয়।
×