ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র ॥ মিলার

প্রকাশিত: ০৪:৪৩, ২৮ ডিসেম্বর ২০১৮

শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র ॥ মিলার

বাংলানিউজ ॥ বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার বলেছেন, ৩০ ডিসেম্বরের জাতীয় সংসদ নির্বাচন সহিংসতামুক্ত ও শান্তিপূর্ণ দেখতে চায় যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার বিকেলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদার সঙ্গে সাক্ষাত শেষে নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। রবার্ট মিলার বলেন, প্রধান নির্বাচন কমিশনারকে আমরা বলেছি, যুক্তরাষ্ট্র গত দুই সপ্তাহের নির্বাচনী সহিংসতা নিয়ে উদ্বিগ্ন। বড় বড় নেতাসহ সংখ্যালঘুরা সহিংসতায় আক্রান্ত হয়েছেন। আর অধিকাংশ বড় নেতারাই বিরোধী দলের। পছন্দের প্রার্থীকে ভোট দেয়ার জন্য সহিংসতা প্রতিরোধে নির্বাচন কমিশনের পরিকল্পনা কী, তা জানতে এসেছিলাম। এছাড়া যুক্তরাষ্ট্র বাংলাদেশের মানুষের কাছে ৩০ ডিসেম্বরের নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক দেখতে চায়। পত্রিকা হকার বাপ্পির মুক্তি দাবি সংবাদপত্র হকার্স কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিঃ-এর বসুন্ধরা বিক্রয়কেন্দ্রের সহকারী সুপারভাইজার মোঃ আনোয়ার হোসেন বাপ্পিকে গত ১৯ ডিসেম্বর দক্ষিণখান থানার পুলিশ পত্রিকা বিতরণের সময় টঙ্গী বাজার এলাকার একটি চাঁদাবাজি চক্রের প্রতারণামূলক মিথ্যা মামলায় গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে। সংবাদপত্র হকার্স কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিঃ-এর সম্পাদক আলহাজ মোঃ শাহাবুদ্দিন ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন ও প্রতিবাদ জানিয়েছেন এবং মিথ্যা মামলা প্রত্যাহার করে আনোয়ার হোসেন বাপ্পির মুক্তি দাবি করেন। -বিজ্ঞপ্তি
×