ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে মাঝারি শৈত্যপ্রবাহ, ছিন্নমূল মানুষ জবুথবু

প্রকাশিত: ০৪:৪১, ২৮ ডিসেম্বর ২০১৮

রাজশাহীতে মাঝারি শৈত্যপ্রবাহ, ছিন্নমূল মানুষ জবুথবু

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীর ওপর দিয়ে দুদিন থেকে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। মাঝারি শৈত্যপ্রবাহে কাহিল হয়ে পড়েছে উত্তর জনপদের মানুষ। শীতের কামড়ে ছিন্নমূল মানুষগুলো শীতে জবুথবু হয়ে পড়েছে। সকাল থেকেই সূর্যের মুখ দেখা গেলেও সূর্যের সেই কিরণ উত্তরের শীতার্ত মানুষের শরীরের উষ্ণতা ছড়াতে পারছে না। বৃহস্পতিবার রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৭ ডিগ্রী সেলসিয়াস। এটি রাজশাহীতে চলতি মৌসুমের এখন পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা। ফলে রাজশাহীর ওপর দিয়ে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। ফলে মধ্য পৌষের কনকনে শীতে কাবু হয়ে পড়েছে রাজশাহীর সাধারণ মানুষ। তীব্র শীতে কৃষিতেও দেখা দিয়েছে বিপর্যয়। বিশেষ করে কৃষকের মাঠে থাকা আলুর ফসলে লেট ব্লাইট (পচন রোগ) ছড়িয়ে পড়েছে। আর বোরো খেতের বীজতলায় দেখা দিয়েছে কোল্ড ইনজুরি। রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক দেব দুলাল ঢালি বলেন, তাপমাত্রা ১০ ডিগ্রী সেলসিয়াসের নিচে নামলেই আলুক্ষেতে লেট ব্লাইট দেখা দেয়। এজন্য এ সময় কৃষকদের বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। এ সময় থানা বা উপজেলা কৃষি কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করে আলুক্ষেতে ছত্রাক নাশক স্প্রে করার পরামর্শ দেন কৃষি সম্প্রসারণ অধিদফতরের এই কর্মকর্তা। রাজশাহী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মান্নান জানান, গত কয়েক দিন থেকেই তাপমাত্র কমছে।
×