ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সাংবাদিক সমাজের আহ্বান

অসাম্প্রদায়িক দেশ গড়তে নৌকায় ভোট দিন

প্রকাশিত: ০৪:৪১, ২৮ ডিসেম্বর ২০১৮

অসাম্প্রদায়িক দেশ গড়তে নৌকায় ভোট দিন

স্টাফ রিপোর্টার ॥ মুক্তিযুদ্ধের চেতনায় একটি সুখী, সমৃদ্ধ, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে আবারো নৌকায় ভোট দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন সাংবাদিক নেতারা। তারা বলেছেন, দেশ এখন উন্নয়নের পথে চলমান। গণতন্ত্র ও উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা, স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় শেখ হাসিনা সরকারে বিকল্প নেই। তাছাড়া জাতির প্রয়োজনে শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী করা দরকার। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে ‘মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরাম’ ও ‘জয়বাংলা সাংবাদিক মঞ্চ’ আয়োজিত এক সংহতি সমাবেশে এ আহ্বান জানান তারা। এতে বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ও সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরী বলেন, ১৯৭০ সালে বাঙালী জাতি বঙ্গবন্ধুর নেতৃত্বে ভোটের মাধ্যমে একটি স্বাধীন দেশ ছিনিয়ে এনেছিল। আগামী ৩০ ডিসেম্বর আবারও ব্যালটের বিজয়ের মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নের সেই সোনার বাংলাকে আরও একবার বিজয় করতে হবে। তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, নৌকা এ দেশের উন্নয়নের প্রতীক, সমৃদ্ধির প্রতীক, মুক্তিযুদ্ধের প্রতীক। আসুন আমরা সবাই মিলে এই উন্নয়নের প্রতীককে বিজয়ী করে সেই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখি। তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে নৌকায় ভোট দিতে সকলের প্রতি আহ্বান জানাই।
×