ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রোহিঙ্গা সঙ্কটের দ্বিপক্ষীয় সমাধান হওয়া উচিত ॥ রাশিয়া

প্রকাশিত: ০৪:৪০, ২৮ ডিসেম্বর ২০১৮

রোহিঙ্গা সঙ্কটের দ্বিপক্ষীয় সমাধান হওয়া উচিত ॥ রাশিয়া

বাংলানিউজ ॥ ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্দর ইগনাতোভ বলেছেন, রোহিঙ্গা সঙ্কট দ্বিপক্ষীয় ইস্যু। আলোচনার মাধ্যমেই এ সঙ্কটের সমাধান হওয়া উচিত। রোহিঙ্গাদের বাংলাদেশ থেকে নিজ দেশে ফিরে যাওয়া উচিত বলেও মনে করেন তিনি। বৃহস্পতিবার রাজধানীর ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল এ্যান্ড স্ট্রাটেজিক স্টাডিজ, বিস মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ‘বাংলাদেশ-রাশিয়ার বন্ধুত্ব ও সম্পর্কের ৪৭ বছর’ শীর্ষক এক সেমিনারের আয়োজন করে বাংলাদেশ-রাশিয়া মৈত্রী সমিতি। এতে সভাপতিত্ব করেন মৈত্রী সমিতির সভাপতি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র সচিব এম শহীদুল হক। বিশেষ অতিথি ছিলেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্দর ইগনাতোভ। অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ-রাশিয়া মৈত্রী সমিতির সাধারণ সম্পাদক ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক ড. শহীদুল্লাহ শিকদার ও জাতীয় প্রেসক্লাব সভাপতি সাইফুল আলম। অনুষ্ঠানে এক প্রশ্নের উত্তরে আলেক্সান্দর ইগনাতোভ বলেন, রোহিঙ্গা সঙ্কট নিয়ে বিভিন্ন দেশ বিভিন্ন অবস্থান নিয়েছে। এখানে চীন একটি অবস্থান নিয়েছে। তবে আমাদের অবস্থান খুবই সাধারণ। আমরা চাই, এ সঙ্কট দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে সমাধান হওয়া উচিত। অনুষ্ঠানে রাশিয়ার রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ-রাশিয়ার সম্পর্ক ঐতিহাসিক।
×