ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ভোটের পরিবেশ নিশ্চিতে জাতিসংঘ মহাসচিবের আহ্বান

প্রকাশিত: ০৪:৩৯, ২৮ ডিসেম্বর ২০১৮

ভোটের পরিবেশ নিশ্চিতে জাতিসংঘ মহাসচিবের আহ্বান

বিডিনিউজ ॥ বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন যাতে সহিংসতা, দমন-পীড়ন ও বলপ্রয়োগহীন একটি পরিবেশে হতে পারে, সব পক্ষকে তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। ভোটের দুদিন আগে বৃহস্পতিবার জাতিসংঘ মহাসচিবের এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ৩০ ডিসেম্বরের নির্বাচনকে শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক করতে ভোটের আগে-পরে ওই পরিবেশ নিশ্চিত করতে হবে। সংখ্যালঘু, নারীসহ বাংলাদেশের সব নাগরিক যাতে নিরাপদ পরিবেশে, আত্মবিশ্বাসের সঙ্গে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তা নিশ্চিত করার তাগিদ দেয়া হয়েছে জাতিসংঘ মহাসচিবের বিবৃতিতে। বলা হয়েছে, নির্বাচনী প্রক্রিয়ায় নাগরিক সমাজের প্রতিনিধি ও পর্যবেক্ষকদের দায়িত্ব পালনেও পূর্ণ সহায়তা দিতে হবে। শান্তিপূর্ণ বাংলাদেশের প্রতি জাতিসংঘের সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতির কথাও জাতিসংঘের মহাসচিবের বিবৃতিতে পুনর্ব্যক্ত করা হয়েছে।
×