ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাউফলে নির্বাচনী সমাবেশ

প্রকাশিত: ০৪:০১, ২৮ ডিসেম্বর ২০১৮

বাউফলে নির্বাচনী সমাবেশ

নিজস্ব সংবাদদাতা, বাউফল, ২৭ ডিসেম্বর ॥ পটুয়াখালী-২ বাউফল আসনে নৌকার সমর্থনে স্থানীয় পাবলিক মাঠে এক বিশাল নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৩টায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভা থেকে অর্ধ লাখেরও বেশি মানুষ সমাবেশে অংশ নেয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নৌকা মার্কার প্রার্থী ও জাতীয় সংসদের চিফ হুইপ আসম ফিরোজ। উপজেলা আওয়ামী লীগর সাধারণ সম্পাদক আবদুল মোতালেব হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, চিফ হুইপের সহধর্মিণী দেলোয়ারা সুলতানা ফিরোজ, জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক রায়হান সাকিব উপজেলা আওয়ামী লীগের ভাইস চেয়ারম্যান ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল আলম মিয়া প্রমুখ। বাগেরহাটে নৌকার পক্ষে গণজোয়ার স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র শেখ হেলাল উদ্দিন এমপি বলেছেন, সন্ত্রাস, জঙ্গীবাদ, দুর্নীতি মুক্ত উন্নত বাংলাদেশ গড়তে সারাদেশের মতো বাগেরহাটেও নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট জেলার ৪টি আসনেই বিপুল ভোটের ব্যবধানে আওয়ামী লীগ প্রার্থীরা বিজয়ী হবেন। বৃহস্পতিবার বিকেলে বাগেরহাটের খান জাহান আলী কলেজ মাঠে অভূতপূর্ব বিশাল জনসভায় তিনি এ কথা বলেন। দুপুরের মধ্যে জনসভা জনসমুদ্রে পরিণত হয়। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আরও বক্তব্য দেন, বাগেরহাট সদর আসনে আওয়ামী লীগ প্রার্থী শেখ সারহান নাসের তন্ময়।
×