ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে ভোটের প্রচার শেষে কলাকৌশল চূড়ান্তে ব্যস্ত প্রার্থীরা

প্রকাশিত: ০৩:৫৯, ২৮ ডিসেম্বর ২০১৮

চট্টগ্রামে ভোটের প্রচার শেষে কলাকৌশল চূড়ান্তে ব্যস্ত প্রার্থীরা

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ শেষ হয়েছে ভোটের প্রচার। চট্টগ্রামে ১৬টি আসনে নির্ঘুম ব্যস্ততায় গণসংযোগের কাজ শেষ হওয়ার পর এখন চলছে শেষ সময়ের কৌশল নির্ধারণের কাজ। প্রচারের শেষ দিন বৃহস্পতিবার সকাল থেকেই মাঠে নামেন প্রার্থী ও কর্মী সমর্থকরা। এদিন চলে শেষবারের জন্য ভোটারদের নজরকাড়ার চেষ্টা। বৃহস্পতিবার চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় দেখা যায় প্রার্থী ও প্রতীকের সমর্থনে রোড শো। তবে এক্ষেত্রে বেশ পিছিয়ে বিএনপি। আওয়ামী লীগের প্রার্থী ও নৌকা প্রতীকের সমর্থনে অনেক পিকআপ ভ্যান দেখা যায় সড়কগুলোতে। একাদশ নির্বাচন উপলক্ষে তৈরি করা ‘থিম সং’ বাজিয়ে নৌকার পক্ষে ভোট প্রার্থনা করা হয়। পরদিন শুক্রবার থেকে ছুটি, তাই বিকেল থেকে নগরী হালকা হতে শুরু করে। জনসাধারণের মধ্যে পরিলক্ষিত হয় ভোটের প্রস্তুতি। অনেকেই নিজ এলাকায় ভোট দিতে নগরী ছেড়ে যান। নির্বাচনে প্রতিদ্বন্দ্বী সকল প্রার্থীই প্রচার শেষ করে এখন করছেন শেষ পর্যায়ের হোমওয়ার্ক। ভোটের আগের দিন থেকে শুরু করে ভোটের দিন পর্যন্ত প্রতিটি কেন্দ্রে কিভাবে দায়িত্ব পালন করা হবে সে কলা কৌশল নির্ধারণের কাজে ব্যস্ত প্রার্থীরা। সে কারণে বৃহস্পতিবার সকালে গণসংযোগ দেখা গেলেও বিকেলে তা কমে আসে। চট্টগ্রাম-৯ ( কোতোয়ালি-বাকলিয়া) আসনের আওয়ামী লীগ প্রার্থী মহিবুল হাসান নওফেল শেষদিন সকালে গণসংযোগ করেন নগরীর আন্দরকিল্লা এলাকায়। এ সময় তিনি ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করে ভোট প্রার্থনা করেন। চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনের আওয়ামী লীগ প্রার্থী এমএ লতিফ ছুটে যান ইপিজেড এলাকায়। সেখানে তিনি শ্রমিক কর্মচারীদের সঙ্গে গণসংযোগ করেন। চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বাকলিয়া) আসনের নৌকার প্রার্থী মইনউদ্দিন খান বাদল গণসংযোগ চালান নগরীর অক্সিজেন এলাকায়। চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-হালিশহর) আসনে আওয়ামী লীগ প্রার্থী ডাঃ আফসারুল আমীন পাহাড়তলী থানার সরাইপাড়া এলাকায় গণসংযোগ করেন তার কর্মী সমর্থকদের নিয়ে। আওয়ামী লীগ প্রার্থীদের সকলেরই একই কথা, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় সরকারের ধারাবাহিকতা বজায় রাখতে হবে।
×