ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজশাহীজুড়ে নৌকার শোডাউন ॥ চুপসে গেছে ধানের শীষ

প্রকাশিত: ০৩:৫৭, ২৮ ডিসেম্বর ২০১৮

রাজশাহীজুড়ে নৌকার শোডাউন ॥ চুপসে গেছে ধানের শীষ

মামুন-অর-রশিদ, রাজশাহী ॥ পৌষের মাঝামাঝিতে এসে রাজশাহী অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ শুরু হলেও ভোটের মাঠের উত্তাপ শীতল হাওয়াকে দমিয়ে দিয়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারে শেষ দিন বৃহস্পতিবার ভোটের মাঠে যেন প্রকৃতির শীতল হাওয়াকে দমিয়ে উত্তাপে গা ভাসিয়েছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী থেকে শুরু করে ভোটার ও কর্মী-সমর্থকরা। সকাল থেকেই আসনে আসনে শেষবারের মতো ছুটে গেছেন প্রার্থীরা। এদিন মিছিলের আওয়াজ ছড়িয়ে পড়ে শহর ছেড়ে গ্রামের অলিগলি, পাড়া মহল্লা সবখানে। প্রার্থীরা নিজ নিজ আসনে শেষবারের মতো আয়োজন করে মিছিল সমাবেশের। কার সমাবেশ মিছিলে কত অংশগ্রহণ এমন প্রতিযোগিতায় শেষ প্রচারে দেখা যায় প্রার্থীরা। সবার সমাবেশ আর মিছিলেই লোকে লোকারণ্য। যেন সব মানুষ বেরিয়ে পড়েছেন ভোটের উৎসবে। এ ক্ষেত্রে রাজশাহীর ৬টি আসনের সবগুলোতে আওয়ামী লীগ উৎসবমুখর থাকলেও শেষ দিন পর্যন্ত মাঠে অনেকটা কোণঠাসায় রয়ে গেছে বিএনপি। রাজশাহীর ৬ সংসদীয় আসনের মধ্যে শুধুমাত্র সদরে (রাজশাহী-২) বিএনপি প্রার্থী মিজানুর রহমান মিনু কিছুটা হলেও সক্রিয় থাকলেও অন্য আসনে তাদের তৎপরতা পৌষের শীতল হাওয়ায় যেন চুপসে গেছে। কোন আসনেই প্রচারের শেষ দিনে সক্রিয় দেখা যায়নি বিএনপি প্রার্থী ও তাদের সমর্থকদের। সকালে কেবল রাজশাহী সদর আসনে বিএনপির প্রার্থী মিজানুর রহমান মিনু গণসংযোগ করেছেন নগরীর বিভিন্ন এলাকায়। একইদিন রাজশাহী নগরীকেন্দ্রিক এ আসনের প্রতি পাড়া-মহল্লায় নৌকার পক্ষে পৃথক মিছিলে প্রকম্পিত হয়ে উঠে পুরো নগর। শেষদিনের মিছিলে রাজশাহী নগরীতে মহাজোটের প্রার্থী ফজলে হোসেন বাদশার পক্ষে শক্ত আওয়াজ দিয়ে চমক দেখানো হয়েছে। বিকেলে রাজশাহী-১৪ দলের সমন্বয়ক ও সিটি মেয়র এবং মহাজোটের প্রার্থী ফজলে হোসেন বাদশার নেতৃত্বে বিশাল শোডাউন দেয়া হয়েছে। নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট থেকে শুরু হওয়া নৌকার পক্ষের এ মিছিলে হাজারো মানুষ, নারী পুরুষ অংশ নিয়ে নৌকার পক্ষে শেষবারের মতো শক্ত আওয়াজ দিয়েছেন। এদিন বিকেলে রাজশাহী-৪ (বাগমারা) আসনে বিশাল শোডাউন ও সমাবেশ করেছেন এ আসনের আওয়ামী লীগ প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হক। বেলা ২টায় উপজেলার ভবানিগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশের আয়োজন করা হলেও দুপুর গড়াতেই বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে হাজার মানুষ আসতে থাকেন সেখানে। দুপুরের পরই বিশাল জনসমুদ্রে রূপ নেয় বিশাল মাঠ। সেখানে বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রার্থী এনামুল হকসহ আওয়ামী লীগের শীষ নেতারা। বিশাল এ সমাবেশ থেকে জঙ্গীবাদ, সন্ত্রাসের বিরুদ্ধে আগামী নির্বাচনে নৌকায় ভোট দেয়ার আহ্বান জানানো হয়। সমাবেশ ঘিরে সকাল থেকেই হাজার হাজার মানুষ স্লোগান ও বাদ্যের তালে তালে জনসভা স্থলে উপস্থিত হন। বিশাল এ সমাবেশের সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য প্রার্থী প্রকৌশলী এনামুল হক।
×