ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

যশোরের ছয়টি আসন

ডিজিটাল প্রচারে সরব প্রার্থীরা

প্রকাশিত: ০৩:৫৭, ২৮ ডিসেম্বর ২০১৮

ডিজিটাল প্রচারে সরব প্রার্থীরা

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ডিজিটাল প্রচার চালাচ্ছেন যশোরের বিভিন্ন দলের মনোনীত প্রার্থীরা। ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে নৌকা আর ধানের শীষ মার্কাসহ ছোট-বড় দলের প্রার্থীরা ভোটারদের কাছে ভোট কামনা করছেন। তাদের দলীয় নেতাকর্মী ও সমর্থকরা নিজ দলীয় মার্কার পক্ষে ভিডিও বার্তা ছড়িয়ে দিচ্ছেন ভোটারদের মাঝে। নির্বাচনে ডিজিটাল প্রচারের অংশ হিসেবে দলগুলো পৃথক পৃথকভাবে প্রচার করছে। শিক্ষা, বাণিজ্য, স্বাস্থ্য, আইসিটিসহ নানান সেক্টর নিয়ে প্রার্থীরা ভোটারদের মন জয়ের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। দেশের মানুষের উন্নয়নে নৌকা মার্কায় ভোট চাওয়া হয়েছে। একই সঙ্গে বিএনপিসহ অন্যান্য দলের প্রার্থীরাও তাদের প্রতিশ্রুতি মোতাবেক প্রচার চালিয়ে যাচ্ছেন। প্রতিদিনই এমন ইস্যুতে নতুন নতুন ভিডিও বার্তা ছাড়া হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের মধ্য দিয়ে বিদ্যমান অবস্থার মৌলিক পরিবর্তন আনতে মানুষের কাছে তাদের দলের বক্তব্য তুলে ধরছেন। জাতীয় নির্বাচন সামনে রেখে যশোরের ছয়টি আসনেই চলছে নির্বাচনী প্রচার। এতে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীরাই বেশি এগিয়ে। অন্যরাও পিছিয়ে নেই। নৌকার পক্ষে ও সরকারের বহুমুখী উন্নয়নের প্রচার ও গণসংযোগে ডিজিটাল প্রক্রিয়া এনে আলোড়ন সৃষ্টি করেছেন অনেক প্রার্থী। বিশেষ করে যশোর-৩ সদর আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কাজী নাবিল আহমেদ ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার চালাচ্ছেন। একই সঙ্গে মোবাইল ফোনে নৌকায় ভোট চেয়ে পাঠানো হচ্ছে ক্ষুদে বার্তা। তাছাড়া, যশোর অঞ্চল থেকে যে কোন অনলাইনে (বিভিন্ন ওয়েবসাইট) ঢুকলেই ভেসে উঠছে নৌকা প্রতীকে ভোট আহ্বানের বার্তা। তাছাড়া এমপি কাজী নাবিল যশোরে মেডিক্যাল কলেজ, রাস্তাঘাট, শেখ হাসিনা সফটওয়্যার ও টেকনোলজি পার্ক, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়ে বিভিন্ন ধরনের ভিডিও ছাড়া হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। একই সঙ্গে তার গণসংযোগ, সমাবেশ, মিছিল ও পথসভার খবরও দেয়া হচ্ছে এসব মাধ্যমে। একই আসনে বিএনপির প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারে পিছিয়ে নেই। তিনিও ভোটারদের দ্বারে দ্বারে যেমন ঘুরছেন ঠিক তেমনি অনলাইনেও নানাভাবে প্রচার চালাচ্ছেন। এদিকে, পিছিয়ে নেই যশোরের অন্য আসনগুলোর প্রার্থীরা। যশোর-১ শার্শা আসনে আওয়ামী লীগের প্রার্থী শেখ আফিল উদ্দিন, বিএনপির প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি, ইসলামী আন্দোলন বাংলাদেশের বক্তিয়ার রহমান, জাকের পার্টির সাজেদুর রহমান। যশোর- ২ ঝিকরগাছা-চৌগাছা আসনের আওয়ামী লীগের প্রার্থী মেজর জেনারেল (অব.) ডাক্তার নাসির উদ্দিন, এ আসনে ঐক্যজোটের প্রার্থী আবু সাঈদ শাহাদাৎ হোসাইন, জাতীয় পার্টির প্রার্থী ফিরোজ শাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশের আসাদুজ্জামান, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) প্রার্থী আলাউদ্দিন, বাংলাদেশ জাতীয় পার্টির প্রার্থী বিএম সেলিম রেজা এবং গণফোরামের প্রার্থী আছাদুজ্জামান। যশোর-৩ (সদর) আসনে জাতীয় পার্টির প্রার্থী জাহাঙ্গীর আলম, বিকল্পধারার প্রার্থী মারুফ হাসান কাজল, জাকের পার্টির প্রার্থী মনিরুজ্জামান মনির, জাতীয় সমাজতান্ত্রিক দলের প্রার্থী সৈয়দ বিপ্লব আজাদ। যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনে আওয়ামী লীগের প্রার্থী রণজিৎ কুমার রায়, বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব, জাতীয় পার্টির এ্যাডভোকেট জহিরুল হক জহির, ইসলামী আন্দোলন প্রার্থী নাজমুল হুদা, ন্যাশনাল পিপলস পার্টির মোহাম্মদ আলী জিন্নাহ, স্বতন্ত্র প্রার্থী লে. কর্নেল (অব.) সাব্বির আহমেদ, বিকল্পধারার এম নাজিম উদ্দিন আল আজাদ এবং জাকের পার্টির লিটন মোল্যা। যশোর-৫ মণিরামপুর আসনে আওয়ামী লীগের প্রার্থী স্বপন ভট্টাচার্য্য। এই আসনে ঐক্যজোটের প্রার্থী মুফতি মুহাম্মদ ওয়াক্কাস, জাকের পার্টির প্রার্থী রবিউল ইসলাম, ইসলামী আন্দোলনের প্রার্থী ইবাদুল ইসলাম খালাসি, জাতীয় পার্টির প্রার্থী এম এ হালিম, স্বতন্ত্র প্রার্থী কামরুল হাসান বারী এবং জাতীয় গণতান্ত্রিক পার্টির প্রার্থী নিজাম উদ্দিন অমিত। যশোর-৬ কেশবপুর আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ইসমাত আরা সাদেক, বিএনপির প্রার্থী আবুল হোসেন আজাদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আবু ইউসুফ বিশ্বাস, জাকের পার্টির প্রার্থী সাইদুজ্জামান এবং জাতীয় পার্টির প্রার্থী এ্যাডভোকেট মাহবুব আলম বাচ্চু তাদের বরাদ্দকৃত প্রতীক নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার চালিয়ে যাচ্ছেন।
×