ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

উন্নয়নের প্রভাব ভোটের মাঠে ॥ সিলেটের ছয়টি আসন

প্রকাশিত: ০৩:৫০, ২৮ ডিসেম্বর ২০১৮

উন্নয়নের প্রভাব ভোটের মাঠে ॥ সিলেটের ছয়টি আসন

সালাম মশরুর, সিলেট অফিস ॥ শেষ মুহূর্তে ভোটের মাঠে হিসাব-নিকাশ চলছে। কার সময়ে কতটা উন্নয়ন হয়েছে। কি পেয়েছে দেশের মানুষ। এই বিষয়টি এখন অনেকটা খোলামেলা আলোচনা হচ্ছে। জীবনযাত্রার মান উন্নয়নে প্রতিটি ক্ষেত্রে শেখ হাসিনার সরকারের উন্নয়নের ছোঁয়া লেগেছে। বিরোধী শিবিরের লোকেরাও আড়ালে আবডালে একবার হলেও সেটা স্বীকার করছে। বিদ্যুত বিভ্রাটের কারণে জনজীবন অতিষ্ঠ ছিল। ভোগান্তির শেষ ছিল না। সেই পরিস্থিতি মোকাবেলা করতে বিত্তবানদের পাশাপাশি সাধারণ মানুষেরও আইপিএস ব্যবহারের চিন্তা করতে হয়েছে। আজ সেই দুর্বিষহ যন্ত্রণা থেকে মানুষ মুক্তি পেয়েছে। এ কারণে মানুষ শুধু তৃপ্তই নয়, বরং আল্লাহর কাছে শেখ হাসিনার দীর্ঘায়ুও কামনা করেন। প্রবাসী অধ্যুষিত সিলেট অঞ্চলে বড় একটি বিষয় হচ্ছে বিদেশে অবস্থানরত নিজের স্বজনদের সঙ্গে কথা বলা। আর এজন্য প্রয়োজন হচ্ছে মোবাইল ও ইন্টারনেট সুবিধা। এক সময় বিদেশে কথা বলার বিষয় নিয়ে যেমন ছিল ভোগান্তি তেমনি ছিল অর্থের অপচয়। সেখানে আজ এতটাই সুবিধা ভোগ করছেন প্রবাসী পরিবারের সদস্যরা যা কখনও কল্পনাও করেননি। ঘণ্টার পর ঘণ্টা কথা বলার পাশাপাশি, মোবাইলে স্বচিত্র সাক্ষাত বিদেশের দূরত্বকে ঘুচিয়ে দিয়েছে। যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের অবদান। যেখানে বছরের জানুয়ারি গড়িয়ে গেলেও শিক্ষার্থীদের হাতে পাঠ্যবই আসেনি। তারপর কালোবাজারে বই বিক্রির ব্যবসা। সেই অভিশাপ থেকে মুক্তি পেয়েছে শিক্ষার্থীরা। বছরের প্রথম দিনে পাঠ্যবই হাতে পাওয়ার আনন্দই আলাদা। ইচ্ছায়-অনিচ্ছায় হাসিনা সরকারের কথাই যেন বলতে হচ্ছে। শেখ হাসিনার সরকার ক্ষমতায় গেলে আর যাই হোক দেশের উন্নয়ন হবে, এটা এখন ময়দানে খোলাসা হয়ে গেছে। এর প্রভাব পড়ছে ভোটের মাঠে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আর দু’দিন বাকি। আগামী রবিবার নির্ধারিত হবে ভোটের হিসাব-নিকাশ। এবারের নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি (জাপা), ওয়ার্কার্স পার্টি, জাসদ, সিপিবি, বাসদসহ নিবন্ধিত ৩৯টি দল এবং অনিবন্ধিত অর্ধশত দল অংশ নিলেও ভোটের মাঠে মূলত নৌকা আর ধানের শীষ লড়াইয়ের দিকে এগুচ্ছে।
×