ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ধানের শীষ শূন্য নীলফামারী-৪ আসন

প্রকাশিত: ০৩:৫০, ২৮ ডিসেম্বর ২০১৮

ধানের শীষ শূন্য নীলফামারী-৪ আসন

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ অবশেষে নীলফামারী ৪ (কিশোরীগঞ্জ-সৈয়দপুর) আসনে ধানের শীষ শূন্য হলো। এই আসনে বিএনপির কোন প্রার্থী রইল না। ফলে ফাঁকা মাঠে গোল দিতে যাচ্ছেন মহাজোটের লাঙ্গল প্রতীকের প্রার্থী আহসান আদেলুর রহমান আদেল। জানা যায়, আসন্ন সংসদ নির্বাচনে এ আসনে জাতীয় ঐক্যফ্রন্ট প্রার্থীশূন্য হয়ে পড়েছে। ফলে এ আসনে বিএনপি তথা জাতীয় ঐক্যফ্রন্টের আর কোন প্রার্থী রইল না। এ কারণে মহাজোটের জাতীয় পার্টির লাঙ্গল মার্কার প্রার্থী আহসান আদেলুর রহমান আদেলের বিজয় নিশ্চিত বলে ধরে নেয়া হয়েছে। জানা যায়, নীলফামারী-৪ আসনে কেন্দ্রীয় বিএনপি দুই নেতাকে প্রার্থী হিসেবে চিঠি দেয়। তারা হলেনÑ বিএনপির কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কণ্ঠশিল্পী বেবী নাজনীন ও সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি সাধারণ সম্পাদক, সৈয়দপুর পৌর মেয়র, আমজাদ হোসেন সরকার। উভয়ে তাদের স্ব স্ব মনোনয়নপত্র জমা করেন। ২ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক নাজিয়া শিরিন নীলফামারী-৪ আসনের বিএনপির প্রার্থী সৈয়দপুর পৌর মেয়র আমজাদ হোসেন সরকারের মনোনয়নপত্র বাতিল করেন। পরবর্তীতে আমজাদ হোসেন সরকার রিটার্নিং অফিসারের ওই আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপীল করেন। নির্বাচন কমিশনেও তার আবেদন বাতিল হয়ে যায়। ফলে এই আসনে বেবী নাজনীনের প্রার্থিতা ধানের শীষে নিশ্চিত হলেও তাকে দল প্রার্থী হিসেবে ঘোষণা না করে আমজাদ হোসেন সরকারকে হাইকোর্টে রিট আবেদন করায়। রিট আবেদনের প্রার্থিতা ফিরে পেলে সৈয়দপুর পৌরসভার মেয়র আমজাদ হোসেন চূড়ান্ত দলীয় মনোনয়ন লাভ করে বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে তিনি নির্বাচন মাঠে নেমে পড়েন। নিয়ম অনুযায়ী মনোনয়ন প্রত্যাহার হয়ে যায় অপর বিএনপি প্রার্থী বেবী নাজনীনের। পরবর্তীতে হাইকোর্টের চেম্বার জজ আদালত গত ২৪ ডিসেম্বর (সোমবার) বিএনপির প্রার্থী আমজাদ হোসেন সরকারের প্রার্থিতা রিট আবেদনে বাতিল করে দেয়। বিএনপির ধানের শীষ প্রতীকে আসনটি যাতে শূন্য না হয় সে জন্য বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫ ডিসেম্বর এক পত্রে বেবী নাজনীনকে ধানের শীষের প্রার্থিতা প্রদানের জন্য জেলা রিটার্নিং অফিসারকে চিঠি দেয়। এমন কি নির্বাচন কমিশনেও পত্র দেয় বিএনপি। কিন্তু নির্বাচন আইনে প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহারের পর পুনরায় প্রার্থিতা ফিরে পাওয়ার কোন যুক্তি না থাকায় বেবী নাজনীনের প্রার্থিতা বাতিল হয়। এতে করে নীলফামারী ৪ আসনে বিএনপি প্রার্থিতা হারান। এর মধ্যদিয়ে এ আসনটিতে বিএনপির প্রার্থী শূন্য হয়ে পড়ে।
×