ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সূচকের উর্ধগতিতে শেয়ারবাজারের বছর শেষ

প্রকাশিত: ০০:৩৫, ২৭ ডিসেম্বর ২০১৮

সূচকের উর্ধগতিতে শেয়ারবাজারের বছর শেষ

অর্থনৈতিক রিপোর্টার ॥ চলতি বছরের অর্থাৎ ২০১৮ সালের শেষ কার্যদিবস উত্থানে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। শেষ দিনও ব্যাংকের দরবৃদ্ধিতে সূচক বেড়েছে। এছাড়া জেড ক্যাটাগরির দূর্বল কোম্পানিগুলো দিনটিতে চাহিদার শীর্ষে উঠে এসেছে। বৃহস্পতিবার উভয় শেয়ারবাজারের সব সূচক বেড়েছে। একইসঙ্গে বেড়েছে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টাকার পরিমাণে লেনদেন বেড়েছে তবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) টাকার পরিমাণে লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৮৫ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৬ ও ডিএসই-৩০ সূচক ১৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ২৩২ ও ১ হাজার ৮৮০ পয়েন্টে। ডিএসইতে ৫৩৮ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন থেকে লেনদেন ১৫০ কোটি টাকা বেড়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৩৮৮ কোটি টাকা। এদিকে ডিএসইতে লেনদেন হওয়া ৩৪৪টি কোম্পানির মধ্যে ১৮২টি বা ৫৩ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। অন্যদিকে দাম কমেছে ১০৮টি বা ৩১ শতাংশ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ৫৪টি বা ১৬ শতাংশ কোম্পানির। টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ব্র্যাক ব্যাংকের শেয়ার। এদিন কোম্পানির ২০ কোটি ২৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা ইউনাইটেড পাওয়ারের ১৯ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ১৫ কোটি ৬ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে বেক্সিমকো। লেনদেনে এরপর রয়েছে - ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট টেক্সটাইল, জেএমআই সিরিঞ্জ, খুলনা পাওয়ার, বিবিএস কেবলস, কনফিডেন্স সিমেন্ট এবং গ্রামীণ ফোন।
×