ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শেখ শহিদুল ইসলাম

বিসিএস কর্নার

প্রকাশিত: ০৮:০১, ২৭ ডিসেম্বর ২০১৮

বিসিএস কর্নার

প্রাক্তন শিক্ষক, বাংলা বিভাগ মালিখালী বালিকা মাধ্যমিক বিদ্যালয় নাজিরপুর, পিরোজপুর ১। ছয় দফা দাবি উত্থাপন করা হয়- ২৩ মার্চ ১৯৬৬ ২। ১১ দফা দাবি উত্থাপন করা হয়- ৫ ফেব্রুয়ারি ১৯৬৯ ৩। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম- ১৭ মার্চ ১৯২০ ৪। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যু- ১৫ আগস্ট, ১৯৭৫ ৫। শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেয়া হয়- ২৩ ফেব্রুয়ারি ১৯৬৯ ৬। শেখ মুজিবুর রহমানকে জাতির জনক উপাধি দেয়া হয়- ৩ মার্চ ১৯৭১ ৭। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস- ১০ জানুয়ারি, ১৯৭২ ৮। বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ প্রকাশিত হয়- ২৩ জুন, ২০১২ ৯। বঙ্গবন্ধুর ‘কারাগারের রোজনামচা’ প্রকাশিত- ১৭ মার্চ, ২০১৭ ১০। বঙ্গবন্ধু জুলিও কুরি পদক পান- ১০ অক্টোবর, ১৯৭২ ১১। বাংলাদেশ নামকরণ করা হয়- ৫ ডিসেম্বর, ১৯৬৯ ১২। জাতীয় পতাকা প্রথম উত্তোলন করা হয়- ২ মার্চ ১৯৭১ ১৩। জাতীয় পতাকা সরকারিভাবে গৃহীত হয়- ১৭ জানুয়ারি, ১৯৭২ ১৪। জেল হত্যা দিবস- ৩ নবেম্বর, ১৯৭৫ ১৫। বুদ্ধিজীবী হত্যা দিবস- ১৪ ডিসেম্বর, ১৯৭১ ১৬। আগরতলা মামলা করা হয়- ১৮ জানুয়ারি, ১৯৬৮ ১৭। প্রথম ডিজিটাল জেলা- যশোর, ২০ ডিসেম্বর, ২০১২ ১৮। পিতার পাশাপাশি মায়ের নাম লেখা হয়- ২৪ আগস্ট, ২০০৪ ১৯। নারীদের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত আসন দেয়া হয়Ñ ১৯৯৭ সালে। ২০। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্ম- ২৮ সেপ্টেম্বর, ১৯৪৭ ২১। বাংলাদেশ নিম্ন মধ্যম আয়ের দেশ হিসেবে স্বীকৃতি পায়- ১ জুলাই, ২০১৫ ২২। টিকফা চুক্তি স্বাক্ষরিত হয়- ২৫ নবেম্বর, ২০১৩ ২৩। ছিটমহল বিনিময় কার্যকর করা হয়- ৩১ জুলাই,২০১৫ ২৪। ভারত-বাংলাদেশ মৈত্রী চুক্তি সম্পন্ন হয়- ১৯ মার্চ, ১৯৭২ ২৫। ভারত-বাংলাদেশ সীমানা চুক্তি- ১৬ মে, ১৯৭৪ ২৬। ভারত-বাংলাদেশ পানি চুক্তি- ১২ ডিসেম্বর, ১৯৯৬ ২৭। সিটিবিটি কার্যকর করা হয়- ৮ মার্চ, ২০০০ ২৮। ১ম বিশ^কাপে বাংলাদেশের অংশগ্রহণ- ১৭ মে, ১৯৯৯ ২৯। ১ম টেস্ট বিশ^কাপে বাংলাদেশের অংশগ্রহণ- ২৬ জুন, ২০০০ ৩০। ১ম ওয়ানডে বিশ^কাপে বাংলাদেশের অংশগ্রহণ- ৩১ মার্চ, ১৯৮৬ ৩২। জাতীয় সংসদ উদ্বোধন করা হয়- ২৮ জানুয়ারি, ১৯৮৪ ৩৩। জাতীয় স্মৃতিসৌধ উদ্বোধন করা হয়- ১৬ ডিসেম্বর, ১৯৮২
×