ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

১৪ বছরে বৈশাখী টিভি

প্রকাশিত: ০৭:৫৩, ২৭ ডিসেম্বর ২০১৮

১৪ বছরে বৈশাখী টিভি

সংস্কৃতি ডেস্ক ॥ বৈশাখী টেলিভিশন আজ সফলতার ১৪ বছরে পদার্পণ করতে যাচ্ছে । মুক্তিযুদ্ধের চেতনা ও বাঙালী সংস্কৃতি লালনের অঙ্গীকার নিয়ে ২০০৫ সালের ২৭ ডিসেম্বর বৈশাখী টেলিভিশনের যাত্রা শুরু হয়। নতুন বছরে পা রাখার গৌরবময় সময়টাকে স্মরণীয় করে রাখতে গান, নাটক, সিনেমাসহ নানা অনুষ্ঠান দিয়ে আজ বৈশাখীর পর্দা সাজানো হয়েছে। ১৪ বছরে পদার্পণ উপলক্ষে বৈশাখী টেলিভিশনের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন বলেন, আমাদের জন্য এ এক বড়ই আনন্দের দিন। ১৩টি বছর পেরিয়ে আসা একটি চ্যানেলের জন্য কম কথা নয়। এই দীর্ঘ পথ পরিক্রমায় যারা বৈশাখী টেলিভিশনের সঙ্গে ছিলেন এখনও যারা আছেন তাদের আন্তরিক প্রচেষ্টা এবং দর্শকদের অফুরন্ত ভালবাসার কারণেই এটা সম্ভব হয়েছে। বৈশাখী টেলিভিশন যাত্রা শুরুর পর থেকেই দর্শকদের কথা চিন্তা করে নানা অনুষ্ঠান প্রচার করে আসছে। কারণ দর্শকদের ভালবাসা ছাড়া এত দীর্ঘ পথ পাড়ি দেয়া সম্ভব ছিল না। ভবিষ্যতেও বৈশাখী টেলিভিশন সবশ্রেণীর দর্শকের কথা মাথায় রেখে আরও নতুন নতুন অনুষ্ঠান এবং বরাবরের মতো বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করবে। দেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে যদিও বৈশাখী টেলিভিশন এ প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য কোন আয়োজন করছে না তথাপি পর্দায় যে আয়োজন থাকছে তা দর্শকদের ভাল লাগবে বলে আমাদের বিশ্বাস। সবশেষে বৈশাখী টেলিভিশনের দর্শক, বিজ্ঞাপনদাতা, কেবল অপারেটরসহ সকল শুভানুধ্যায়ীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সরাসরি সম্প্রচারিত বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘১৪ বছরে বৈশাখী’ শুরু হবে সকাল ৮-২৫ মিনিটে, চলবে বেলা ২টা পর্যন্ত। আফরিন অথৈ ও তাসনুভা মোহনার উপস্থাপনায় গান গাইবেন ১৭ কণ্ঠশিল্পী। এদের মধ্যে রয়েছেন ফকির শাহাবুদ্দীন, অলক সেন, দেবলীনা, রাফাত, বিন্দু কনা, দোয়েল, হৈমন্তী, স্মরণ, উপমা, ¯িœগ্ধা, শিল্পী বিশ্বাস, দীপা, অঙ্কন, ইউসুফ, তিন্নি ও সাগর। সঙ্গীতানুষ্ঠান ছাড়াও রাতে প্রচার হবে তিনটি একক নাটক। রাত ৮টায় রয়েছে পার্থ বড়ুয়া, তিশা, মঈন অভিনীত ‘স্বপ্নযাত্রা’। মহিউদ্দিন আহমেদের চিত্রনাট্য ও সংলাপ রচনায় নাটকটি পরিচালনা করেছেন পারভেজ আমিন। রাত ৯টায় প্রচার হবে আনিসুর রহমান মিলন, জাকিয়া বারী মম, তমালিকা কর্মকার অভিনীত এ্যাকশান নাটক ‘ফুড স্টেশন এ্যাটাক’। আনন জামানের রচনা ও চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন শুদ্ধমান চৈতন। রাত ১১টায় প্রচার হবে ‘গ্যাঁড়াকল’। সঞ্জয় সমদ্দারের কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনায় ‘গ্যাঁড়াকল’ নাটকে অভিনয় করেছেন প্রাণ রায়, সজল, পিয়া বিপাশা, জোভান, জামিল হোসেন প্রমুখ। নাটক ছাড়াও রয়েছে শাকিব খান ও অপু বিশ্বাস অভিনীত দুটি চলচ্চিত্র। বেলা ২-৪৫ মিনিটে প্রচার হবে ‘প্রেমিক নাম্বার ওয়ান’। এতে আরও অভিনয় করেছেন নিপুণ, কেয়া, ববিতা ও মিশা সওদাগর। রাত ১২টায় রয়েছে ‘যদি বউ সাজো গো’।
×