ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বিটিভির ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

প্রকাশিত: ০৭:৫২, ২৭ ডিসেম্বর ২০১৮

বিটিভির ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

সংস্কৃতি ডেস্ক ॥ ২৫ ডিসেম্বর ছিল বিটিভির ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৬৪ সনের এদিনে পথচলার যাত্রা শুরু করে বিটিভি। চ্যানেল আই প্রতি বছরই তাদের দায়বদ্ধতা থেকে বিটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিজস্ব প্রাঙ্গণে আয়োজন করে আসছে বিশেষ অনুষ্ঠানের। এ দিনের ‘গানে গানে সকাল শুরু’র পর্বটি বিশেষভাবে সাজানো হয়েছিল এ প্রতিষ্ঠানটির জন্মদিনকে ঘিরে। শীত সুন্দর ভোর থেকে আয়োজনে অংশ নেন বিটিভির সাবেক কর্মকর্তা, কলাকুশলী ও শিল্পীরা। অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিল সুরের ধারার শিল্পীদের কণ্ঠে সমবেত ও রেজওয়ানা চৌধুরী বন্যার একক সঙ্গীত পরিবেশনা। অনুষ্ঠানের শেষে রেজওয়ানা চৌধুরী বন্যা, সৈয়দ আবদুল হাদী, দিনাত জাহান মুন্নী, সেরাকণ্ঠের শিল্পীরা একই মঞ্চে ‘ধনধান্য পুষ্পে ভরা’ গানটি সুরের ধারার শিল্পীদের সঙ্গে নিয়ে পরিবেশন করেন। শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ। তিনি বলেন, বাঙালীর হাজার বছরের কৃষ্টি-কালচারের ঐতিহ্য ধরে রেখেছে বিটিভি। শিল্প-সংস্কৃতির বিকাশে বিটিভি ভূমিকা অপরিসীম। বিটিভির পথ ধরে আজকের এই বিশাল গণমাধ্যমের সৃষ্টি। বিটিভির প্রতিষ্ঠাবার্ষিকীতে এমন একটি আয়োজন করতে পেরে আমরা ও আমাদের প্রতিষ্ঠান গর্বিত। চ্যানেল আই-এর পক্ষে আরও বক্তব্য রাখেন পরিচালক মুকিত মজুমদার বাবু।
×