ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

হলিউডের ঘটনাবহুল বছর ২০১৮

প্রকাশিত: ০৭:৪১, ২৭ ডিসেম্বর ২০১৮

হলিউডের ঘটনাবহুল বছর ২০১৮

অস্তে যেতে চলেছে ২০১৮’র সূর্য। এখন পরন্ত ক্ষণ। চলছে দিনের হিসেব। সিনেদুনিয়র স¤্রজ্য হলিউডে এখন পর্যন্ত মুক্তি পেয়েছে ৭০০-এর বেশি ছবি। এর মধ্যে কোন কোন সিনেমোর প্রতি বিশ্বব্যাপী দর্শকের আগ্রহ ছিল আকাশচুম্বী। প্রত্যাশা এবং প্রাপ্তির হিসাবে কিছু ছবি উতরে গেছে, কিছু হয়েছে ব্যর্থ। সিনেমা ছাড়াও নানা ঘটনা দিয়ে খবরের শিরোনামে এসেছে হলিউড। সময় এসেছে ফিরে তাকানোর। একনজরে দেখে নেয়া যাক ২০১৮ সালে ঘটা হলিউডের আলোচিত ঘটনাগুলো। মার্ভেলের জয়জয়কার এ বছরটিতে একচেটিয়া রাজত্ব করেছে মার্ভেলের সিনেমাগুলো। সবচেয়ে বেশি আয় করা ৫ ছবির মধ্যে ৩টি, এবং ১০-এর মধ্যে ৪টি মার্ভেলের দখলে। ইনফিনিটি ওয়ার যেন ছিল এক উৎসব। আড়াই ঘণ্টায় এসে হাজির হয়েছে মার্ভেলের সব সুপার হিরোরা। নির্মাতারা সফল, দর্শকরাও দুর্দান্তভাবে উপভোগ করেছেন ছবিটি। ছবিটি সব মিলে আয় করেছে ২.৮ বিলিয়ন ডলার। তাছাড়াও সর্বকালের সবচেয়ে বেশি আয় করা ছবির তালিকায় ইনফিনিটি ওয়ারের অবস্থান চারে। সাদাদের ভিড়ে কৃষ্ণবর্ণের সুপার হিরো ব্ল্যাক প্যানথার অর্জন করেছে বক্স অফিসের দ্বিতীয় স্থান। ভেনম এবং এ্যান্ট-ম্যান এ্যান্ড দ্য ওয়াস্পের অবস্থান যথাক্রমে পাঁচ এবং নয়ে। রক্ষণশীল সৌদি আরবের সিনেমা প্রদর্শন শুরু“হয় ব্ল্যাক প্যানথার সিনেমাটি দিয়ে। এর আগে সৌদি আরবে সিনেমা প্রদর্শন নিষিদ্ধ ছিল। স্ট্যান লির বিদায় মার্ভেলের প্রত্যেকটা সিনেমাতে এক মুহূর্তের জন্য হলেও হাজির হয়েছেন শ্বেতশুভ্র চুলের বঁাঁকা হাসি এক বুড়ো। ১২ নবেম্বর পৃথিবী থেকে বিদায় নিয়েছেন তিনি। কল্পনা আর সৃষ্টিশীলতার নিখুঁত সংমিশ্রণে সুপারহিরোদের তৈরি করা স্ট্যান লি মানুষের কল্পনার জগতের সিংহভাগ রাঙিয়ে রেখেছিলেন। নিউমোনিয়ায় আক্রান্ত হওয়াসহ বার্ধক্যজনিত রোগে মারা যান তিনি। অন্যান্য আলোচিত সিনেমা মার্ভেল ছাড়াও বক্স অফিসে শোরগোল ফেলেছে বোহেমিয়ান রেপসোডি, রেডি প্লেয়ার ওয়ান, দ্য মেগ, একুয়াম্যান। সিকোয়েল ছবির মধ্যে দর্শকের মন কাড়তে সক্ষম হয়েছে জুরাসিক ওয়ার্ল্ড ফলেন কিংডম, ইনক্রেডিবলস ২, মিশন ইম্পসিবল, ডেডপুল ২, হোটেল ট্রানসিলভেনিয়া ৩, ওশেন’স এইটসহ আরও অনেক সিনেমা। প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে রবিন হুড, উইঙ্কল ইন টাইম, মোরাল ইঞ্জিন, ডেথ উইশের মতো সিনেমাগুলো। লগ্নি তুলতেই ব্যর্থ এই ছবিগুলো। হয়রানির বিরুদ্ধে জাগরণ প্রযোজক হার্ভি ওয়েনস্টিনের বিরুদ্ধে অভিনেত্রী আলিসা মিলানো অভিযোগ প্রকাশ করার পর জনপ্রিয়তা পায় #সবঃড়ড় আন্দোলন। হলিউড থেকে হলিউড এমনকি ঢাকায় উঠেছে #সবঃড়ড় ঝড়। নারীর বিরুদ্ধে হয়রানি নিয়ে সারা বছরই ছিল প্রতিবাদমুখর। ৭০ বছরের ইতিহাসে এবারই প্রথম নজিরবিহীন প্রতিবাদ দেখল কান উৎসব। কানে পালে দো ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে প্রবেশের মূল ফটকের সামনে প্রতিবাদ করেন ৮২ জন নারী। গোল্ডেন গ্লোব এ্যাওয়ার্ডেও অংশগ্রহণকারীদের সবার পোশাকই ছিল কালো। যৌন হয়রানির বিরুদ্ধে প্রতিবাদ দেখিয়ে তারা কালো পোশাক পরেছিলেন। সম্মানজনক অস্কার পুরস্কার দেয়া ইউএস একাডেমি অব মোশন পিকচার আর্টস এ্যান্ড সায়েন্সেস বহিষ্কার করেছে বিল কসবিকে যৌন হয়রানির অভিযোগে দোষী সাব্যস্ত হন তিনি। #সবঃড়ড় ঝড়ের মধ্যেই বেফাঁস মন্তব্য করে সুপারম্যান খ্যাত হেনরি ক্যাভিলকে ক্ষমা চাইতে হয়েছে। বিয়ে বাগদান বিচ্ছেদ ৩৩ বছর বয়সী যুবরাজ হ্যারির চেয়ে তিন বছরের বড় মেগান মার্কল। যুক্তরাষ্ট্রে অভিনেত্রী, মডেল ও মানবাধিকার কর্মী হিসেবে পরিচিত মেগান মার্কল এখন ব্রিটিশ রাজ পরিবারের বধূ। রাজপরিবারের অনেক প্রথা ভাঙ্গা এই বিয়ে নিয়ে বছরজুড়েই ছিল আলোচনা। শুধু সিনেমাপাড়া নয়, এই বছর সারা বিশ্বের সবচেয়ে আলোচিত বিয়ে ছিল প্রিন্স হ্যারি ও মেগান মার্কলের রাজকীয় বিয়ে। এদিকে পহেলা ডিসেম্বর সম্পন্ন হয় বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও মার্কিন সঙ্গীতশিল্পী নিক জোনাসের বিয়ে। গত আগস্টে বাগদানের ৫ মাস পর ভারতের রাজস্থানের যোধপুরের উমেদ ভবন প্যালেসে অনুষ্ঠিত হয় এই বিয়ে। প্রথমে খ্রীস্টান রীতিতে এবং হিন্দু রীতিতে এই বিয়ে হয়। এদিকে জনপ্রিয় সঙ্গীতশিল্পী জাস্টিন বিবারের সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন মডেল হেইলি ব্লাডউইনের সঙ্গে। ৭ জুলাই বাহামাসের একটি রিসোর্টে তাদের বাগদান হয়েছে বলে জানিয়েছে পশ্চিমা সংবাদ মাধ্যমগুলো। নবেম্বরে বিয়ের দাফতরিক কাজও শেষ হয়েছে বলে শোনা যাচ্ছে। এদিকে বিবারের প্রাক্তন প্রেমিকা সেলেনা বেশ মুষড়ে পড়েছেন। এদিকে হলিউডের বিখ্যাত অভিনেতা উঠেছে লিওনার্দো ডিক্যাপ্রিওর সঙ্গে এক আর্জেন্টাইনের বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছে। এ্যাঞ্জেলিনা জোলি তার চতুর্থ বিয়ে করতে যাচ্ছেন বলেও খবর বেড়িয়েছে। এ বছরের ফেব্রুয়ারি মাসে জেনিফার এ্যানিস্টন ও তার প্রাক্তন স্বামী জাস্টিন থেরক্স তাদের বিয়ে বিচ্ছেদের ঘোষণা দেন। ৭৫তম গোল্ডেন গ্লোব এ্যাওয়ার্ডে সেরা চলচ্চিত্র-ড্রামা- থ্রি বিলবোর্ডস আউটসাইড ইববিং, মিসৌরি। সেরা চলচ্চিত্র (মিউজিকাল বা কমেডি) : লেডি বার্ড সেরা পরিচালক (চলচ্চিত্র) : গিলেরমো ডেল টোরো (দ্য শেইপ অব ওয়াটার) ৭৫তম গোল্ডেন গ্লোব এ্যাওয়ার্ডের সর্বোচ্চ সম্মাননা ‘সেসিল ব্লিডিমিলে এ্যাওয়ার্ড’ পেয়েছেন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টেলিভিশন তারকা অপরাহ উইনফ্রে। জ্যাক স্প্যারোর অধ্যায় শেষ পাইরেটস অব দ্য ক্যারিবিয়ানের চিত্রনাট্যকর স্টুয়ার্ট ব্রিটল নিশ্চিত করেছেন জ্যাক স্প্যারোর চরিত্রে আর দেখা যাবে না জনি ডেপকে। সিনেমাপ্রেমীরা স্বাভাবিকভাবেই হতাশ এই সিদ্ধান্তে।
×