ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বলিউড ২০১৮

প্রকাশিত: ০৭:৪০, ২৭ ডিসেম্বর ২০১৮

বলিউড ২০১৮

কালের আবর্তে হারিয়ে গেল আরও একটি বছর। ২০১৮ সাল শেষ হতে আর মাত্র কয়েকটি দিন বাকি। এ বছরটা কেমন গেলÑ তার হিসাব নিকাশ করতে বসে গেছেন অনেকেই। ২০১৮ সালে বলিউডের হালচাল কেমন ছিল, মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো কেমন ব্যবসা করেছে, তারকাদের সাফল্য-ব্যর্থতার চিত্রটা কেমন পর্দার বাইরে ব্যক্তিজীবনে তাদের প্রাপ্তি-অপ্রাপ্তি ইত্যাদি বিষয় খতিয়ে দেখতে এই লেখার অবতারণা। এ বছর বলিউডের বক্স অফিসে চমক লাগানো নানা অপ্রতাশিত ঘটনা ঘটেছে। বড় বাজেটে নির্মিত বড় আয়োজনের তারকাবহুল বেশকিছু হিন্দী সিনেমা বক্স অফিসে দারুণভাবে ধরাশায়ী হয়েছে এর মধ্যে, অমিতাভ বচ্চন, আমির খান, ক্যাটরিনা কাইফ, ফাতিমা সানা শেখ অভিনীত ‘থাগস অব হিন্দুস্থান’, অনিল কাপুর, সালমান খান, জ্যাকুলিন ফার্নান্দেজ অভিনীত ‘রেস থ্রি’ প্রভৃতির কথা বলা যায়। এ ছবিগুলোর ব্যর্থতা অনেক নামী-দামী জনপ্রিয় তারকাকে বিব্রত করেছে, তাদের চরম অস্বস্তিতে ফেলেছেও। পাশাপাশি বাঁধাই হো, আন্ধা ধুন, মনমারজিয়ান, ব্ল্যাকমেইল সোনুকে টিটু কী সুইটি হ্যাপি ফির ভাগ জায়েগি প্রভৃতি সিনেমা অপ্রতাশিতভাবে বক্স অফিসে খুব ভাল ব্যবসা করেছে। যা সবাইকে অবাক করেছে বৈকি। চলতি বছরে ‘পদ্মাবত’, ‘প্যাডম্যান’, ‘গোল্ড’, ‘রাজি’ ‘সঞ্জু’, ‘সই ধাগা : মেড ইন ইন্ডিয়া’, ‘পরী’র মতো সুনির্মিত, তারকাবহুল চমৎকার অভিনয়সমৃদ্ধ সিনেমাগুলো স্বাভাবিকভাবে দর্শক কর্তৃক সমাদৃত হয়েছে। দর্শক আজকাল ¯্রফে নামী-দামী জনপ্রিয় তারকা থাকলেই সে সিনেমাটি দেখার জন্য হুমড়ি খেয়ে পড়ছে না, ছবির মেরিট দেখেই তার প্রতি উৎসাহ হচ্ছে এটা দিনে দিনে সুস্পষ্ট হয়েছে আরও। দর্শক এখন বৈচিত্র্যের পাশাপাশি নির্মাতার মেধা ও উদ্ভাবনী ক্ষমতার প্রকাশ দেখতে চাইছে সিনেমার পর্দায়। অমিতাভ বচ্চন, আমির খান, ক্যাটরিনা কাইফের মতো নামী-দামী তারকার উপস্থিতি ‘থাগস অব হিন্দুস্থান’ সিনেমার ভরাডুবি ঠৈকাতে পারেনি এ বছর। একইভাবে ‘রেস থ্রি’ ছবির কথা বলা যায়। সমাজ সচেতন বক্তব্য প্রধান সিনেমা নির্মাণে বলিউডে এক ধরনের জাগরণ সৃষ্টি হয়েছে। যার বড় প্রমাণ অক্ষয় কুমার, সোনম কাপুর, রাধিকা আপ্তে অভিনীত ‘প্যাডম্যান’ ছবিটি। ২০১৮ সালে বলিউডে অভিনেতাদের মধ্যে সবেচেয়ে বেশি সিনেমা মুক্তি পেয়েছে সেরা অভিনেতার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া সুঅভিনেতা রাজকুমার রাওয়ের। এ বছর তার অভিনীত ৫টি সিনেমা মুক্তি পেয়েছে। প্রতিটি সিনেমাতেই তার উপস্থিতি দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। অক্ষয় কুমার তর অভিনীত দুটি সিনোম ‘প্যাডম্যান’ এবং ‘গোল্ড’-এ প্রশংসনীয় কাজ করেছেন। দক্ষিণী সায়েন্স ফিকশন সিনেমা ‘টুপয়েন্ট জিরো’তে ভয়ঙ্কর ভিলেনরূপে পর্দায় উপস্থিত হয়ে চমক সৃষ্টি করেছেন। রণবীর কাপুর সঞ্জয় দত্তের বায়োপিক ‘সঞ্জ’তে অসাধারণ অভিনয় করে দর্শক সমালোচকদের আলোড়িত করেছেন। রণবীর সিং ‘পদ্মাবত’ এবং ‘সিম্বা’ দুই ছবিতেই বাজিমাত করেছেন। দুর্দান্ত অভিনয়ের সুবাদে শাহরুখ খান, আমির খান, সালমান খানÑ প্রত্যেকেই একটি করে সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করলেও বক্স অফিসে বাজিমাত করতে পারেনি তাদের অভিনীত সিনেমাগুলো। আয়ুশ্মান খুরানা তার অভিনয়ে সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে পেরেছেন এ বছরেও। তার অভিনীত ‘আন্ধাধুন’ এবং বাঁধাই হো’ সারপ্রাইজিংÑ হিট সিনেমা হিসেবে বিবেচিত হয়েছে এ বছর। শহীদ কাপুর ‘বাত্তি গুল মিটার চালু’ এবং ‘পদ্মাবত’ ছবিতে সুঅভিনয়ের স্বাক্ষর রাখলেও দুর্ভাগ্যজনকভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসতে পারেননি। তার ছোট ভাই ঈশান খাট্টার নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেছেন এ বছর। ঈশানকে দেখা গেছে ‘ধাঁড়াক’ এবং ‘বিয়ন্ড দ্য ক্লাউডস’ ছবিতে। তাকে সম্ভাবনাময় নতুন মুখ হিসেবে বিবেচনা করা যায় অনায়াসেই। নতুন মুখের আরও পদচারণা লক্ষ্য করা গেছে এ বছর। এর মধ্যে সালমান খানের ছোট বোনের স্বামী আয়ুশ শর্মা ‘লাভ রাত্রি’ ছবির মাধ্যমে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করলেও তেমন মনোযোগ আকর্ষণ করতে পারেননি কারও। এ বছর নায়িকাদের মধ্যে দীপিকা পাড়ুকোন, আনুস্কা শর্মা, শ্রদ্ধা কাপুর, আলিয়া ভাট, ক্যাটরিনা কাইফ, কারিনা কাপুর, সোনম কাপুর, রাধিকা আপ্তে, তাপসি পান্নু, ঐশ্বরিয়া রাই, আমিশা প্যাটেল, প্রীতি জিনতা, চিত্রাঙ্গদা সিং প্রমুখকে দেখা গেছে এক বা একাধিক সিনেমায়। দীপিকা ‘পদ্মাবত’ ছবিতে প্রধান নারী চরিত্রে অভিনয় করেছেন, তার একটি ছবিই বাজিমাত করেছে। সাময়িক অন্য নায়িকাদের টেক্কা দিয়েছে বলা যায়। আনুস্কা শর্মা ‘সুই ধাগা,’ ‘পরী’ এবং ‘জিরো’ ছবিগুলোতে নিজেকে ভিন্ন ভিন্নরূপে তুলে ধরেছেন। প্রতিটিতেই তার অভিনয় ছিল দেখার মতো। শ্রদ্ধা কাপুর ‘স্ত্রী ছবির মাধ্যমে সাফল্য পেলেও তাকে বাত্তি গুল মিটার চালু’ ছবিতে ততটা উজ্জ্বল মনে হয়নি। আলিয়া ভাট তার একমাত্র অভিনীত ছবি ‘রাজি’র সুবাদে বছরের সেরা অভিনেত্রীদের একজন হিসেবে বিবেচিত হচ্ছেন। ক্যাটরিনার অনেক প্রত্যাশা ছিল এ বছরে ক্যারিয়ারের মন্দাভাব কাটাবেন। কিন্তু তার অভিনীত ‘থাগস অব হিন্দুস্থান’ চলেনি বক্স অফিসে ফ্লপ বিবেচিত হয়েছে। অন্যদিকে ‘জিরো ছবিতে আনুস্কা শর্মা তুলনামূলক ভাল অভিনয় করেছেন। ফলে এ বছর ক্যাটরিনার জমার খাতায় ভাল কিছু যোগ হয়নি। ক্যাটরিনাকে এখন পতিত তারকা ভাবতে শুরু করেছেন অনেকেই। কারিনা কাপুরকে আবার অনেক দিন পর নতুন ছবি ‘ভিরে দ্য ওয়েডিং’-এ দেখা গেছে এ বছর। তাকে ভাল লেগেছে ছবিটিতে। সোনম কাপুর ‘প্যাডম্যান’ এবং ‘ভিরে দ্য ওয়েডিং’ ছবিতে নিজের যোগ্যতা প্রমাণ করেছেন চমৎকারভাবে। রাধিকা আপ্তে সিরিয়াস সিনেমার পাশাপাশি কমার্শিয়াল সিনেমাতেও উপস্থিত হয়েছেন এ বছর। দর্শক রাধিকার দুর্দান্ত অভিনয়ে মুগ্ধ হয়েছেন বার বার। ঐশ্বরিয়া রাই তার ম্যাজিক হারিয়ে ফেলেছেন বলা যায়, এ বছর ‘ফ্যানি খান’ ছবিতে অভিনয় করলেও কোনভাবেই দর্শকদের আবিষ্ট করতে পারেননি। তাপসি পান্নু এ বছর ‘দিল জাঙালি, নীতিশাস্ত্র ‘সুরমা’, ‘মূলক’ ‘মানমারজিয়ান’ ছবিগুলোতে অভিনয় করেছেন। প্রতিটিতেই একজন দক্ষ অভিজ্ঞ অভিনেত্রীরূপে তাপসিকে দেখা গেছে। চিত্রাঙ্গদা সিং ‘সাহিব বিবি আউর গ্যাংস্টার’ এবং ‘বাজার’ ছবিতে গ্ল্যামারস এ্যাপিলের পাশাপাশি দুর্দান্ত অভিনয়শৈলী প্রদর্শন করেছেন। অনেক দিন বিরতির পর প্রীতি জিনতা এবং আমিশা প্যাটেল রুপালি পর্দায় উপস্থিত হয়েছিলেন ভাইয়াজি সুপারহিট ছবিতে নাহ, তারা কোনভাবেই আলোড়ন সৃষ্টি করতে পারেননি অভিনীত সিনেমাটির মাধ্যমে ২০১৮ সালে হিন্দী সিনেমার অঙ্গনে নতুন মুখের বেশ কয়েক নায়িকার আগমন ঘটেছে। তাদের মধ্যে শ্রীদেবী কন্যা জাহ্নবি কাপুর, সাইফ আলী খান কন্যা সারা আলি খান সবচেয়ে বেশি মনোযোগ আকর্ষণ করেছেন। মারাঠি সুপারহিট সিনেমা ‘মাইরাত’-এর হিন্দী রিমেক ‘বাড়াক’-এ অভিষেক হয়েছে জাহ্নবি কাপুরের। জাহ্নবি অভিনীত প্রথম সিনেমাটি মার মার কাট কাট ব্যবসা করেননি বটে তবে অভিনেত্রী হিসেবে তিনি নিজেকে সম্ভাবনাময়ীরূপে তুলে ধরতে পেরেছেন। ওদিকে সাইফ আলী খান অমৃতা সিং দম্পতির কন্যা সারা আলি খান অভিনেত্রী প্রথম ‘কেদারনাথ’ খুব ভাল ব্যবসা না করলেও তাকে দর্শকদের খুব ভাল লেগেছে তার নিটোল ¯িœগ্ধ সৌন্দর্য মুগ্ধ করেছে সবাইকে। সারা অভিনীত আরও একটি ছবি ‘সিম্বা’ ও মুক্তি পেয়েছে বছরের শেষ প্রান্তে এসে। এ ছবিতে তাকে আরও প্রাণবন্ত স্মার্ট এবং চটুল মনে হয়েছে। সারার ভবিষ্যত উজ্জ্বল বলা যায় অনায়াসেই ‘লাভ রাত্রি’ ছবিতে আফগান কন্যা ওয়ারিনা হুসেইনের অভিষেক হয়েছে এ বছর। সুন্দরী এই নবাগতা অভিনেত্রী চাইলে বলিউডে ভালভাবেই জায়গা করে নিতে পারেন। ২০১৮ সালে বলিউডের কয়েক অভিনেতা-অভিনেত্রীর দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হওয়ার সংবাদ সবাইকে ব্যথিত করেছে। শক্তিশালী অভিনেতা ইরফান খান, সোনালী বেন্দ্রে, ঋষি কাপুর, শহিদ কাপুরের দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হওয়ার খবরে সবাই কষ্ট পেলেও তারা আবার সুস্থ হয়ে অভিনয়ে ফিরে আসবেন, প্রত্যাশা করছেন সবাই। বলিউডে এ বছর তারকাদের বিয়ের ধুম লেগেছে। সোনম কাপুর তার দীর্ঘদিনের প্রেমিক ধনাঢ্য ব্যবসায়ী আনন্দ আহুজাকে বিয়ে করেছেন এ বছর। সবাইকে জানান দিয়েই পারিবারিক সম্মতি ও আয়োজনে সোনম গাঁটছড়া বেঁধেছেন প্রেমিক প্রবরের সঙ্গে, দীপিকা পাড়ুকোনও তার দীর্ঘদিনের প্রেমিক নায়ক রণবীর সিংকে জমকালো আয়োজনের মাধ্যমে বিয়ে করেছেন। বলিউডের আরেক সুপারস্টার অভিনেত্রী সাবেক বিশ্বসুন্দরী প্রিয়াঙ্কা চোপড়া বিয়ে করেছেন তার চেয়ে ১০ বছর কম বয়সী আমেরিকান পপ শিল্পী নিক জোনাসকে। বয়সে ছোট হলেও প্রিয়াঙ্কা চোপড়া নিক জোনাসের মতো টগবগে তরুণকে জীবনসঙ্গী হিসেবে পেয়ে বেশ পরিতৃপ্ত এবং সন্তুষ্ট। প্রিয়াঙ্কাও বেশ ঘটা করেই বিয়ের কার্যাবলী সম্পন্ন করেছেন, এ ক্ষেত্রে কোন রাখঢাক করেননি। সালমান খানের ব্যাচেলর জীবনের অবসান ঘটেনি এ বছরও। তবে তার ছোট ভাই আরবাজ খানের সঙ্গে অভিনেত্রী কাম মডেল সম্পর্কে জড়িয়ে পড়েছেন অপেক্ষাকৃত কম বয়সী অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে। যা বলিউডের মুখরোচক বিষয়ে পরিণত হয়েছে। রণবীর কাপুর এর আগে দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কাইফের সঙ্গে চুটিয়ে প্রেম করলেও হালে জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাটের সঙ্গে গভীর সম্পর্কে জড়িয়ে পড়েছেন। ২০১৮ সালের পুরোটা সময় আলিয়া রণবীরের রোমাঞ্চের নানা গুজব-গুঞ্জন শোনা গেছে। তারা বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন এমন কথা শোনা গেলেও এ বছর তেমন কিছু ঘটেনি। শোবিজে পুরুষদের যৌন নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদী ঝড় ‘মিট’ আন্দোলনের ঝড়ের হাওয়া লেগেছে প্রযোজক সম্মানজনক অবস্থানের চলচ্চিত্র ব্যক্তিত্বের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ এনেছেন ঘটনার শিকার বেশ কয়েকজন। ফলে অলোক নাথ, সুভাষ ঘাই, আনুমালিক নানা পাটেকর, সাজিদ খান, রজত কাপুর প্রমুখ বলিউড সেলিব্রেটির ভদ্রতার মুখোশ উন্মোচিত হয়েছে এ বছর। ২০১৮ সালে বলিউডের অনেকেই পৃথিবী থেকে চিরবিদায় নিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন প্রখ্যাত অভিনেত্রী শ্রীদেবী, জনপ্রিয় প্লেব্যাক গায়ক মোহাম্মদ আজিজ, নারী চিত্রনির্মাতা কল্পনা লাজমি, অভিনেত্রী রীতা ভাদুড়ি প্রমুখ একদার সুপারস্টার অভিনেত্রী শ্রীদেবীর অকস্মাত মৃত্যুর ঘটনাটি বেশ আলোড়ন সৃষ্টি করেছে এ বছর।
×