ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

অভিষেকেই আশাপ্রদ আগারওয়াল

প্রকাশিত: ০৭:০৯, ২৭ ডিসেম্বর ২০১৮

অভিষেকেই আশাপ্রদ আগারওয়াল

স্পোর্টস রিপোর্টার ॥ বোর্ডার-গাভাস্কার ট্রফির এ পর্যায়ে চলছে ব্যাপক আলোচনা। মেলবোর্নে ‘বক্সিং ডে টেস্টে’ যে আলোচনার মূলে ভারতীয় ওপেনিং জুটি। সিরিজে চরম ব্যর্থতায় একসঙ্গে বাদ পড়েন দুই ওপেনার মুরালি বিজয় ও লোকেশ রাহুল। পাওয়া সুযোগ দারুণভাবে কাজে লাগিয়ে অভিষেকেই হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন মায়াঙ্ক আগারওয়াল (৭৬), মিডলঅর্ডার থেকে ওপেনিংয়ে উঠে আসা হনুমা বিহারি (৮) অবশ্য সুবিধা করতে পারেননি। ব্যক্তিগত ৬৮ রানে অপরাজিত আছেন দুর্দান্ত সিরিজ কাটানো চেতেশ্বর পুজারা, হাফ সেঞ্চুরি থেকে ৩ রান দূরে সুপার বিরাট কোহলি (৪৭)। ভারত অধিনায়ক আগেই জানিয়েছিলেন ১-১এ চলমান চার ম্যাচের এই সিরিজের ভাল কিছু করতে মূল দায়িত্ব ব্যাটসম্যানদের। কিছুটা স্লো হলেও শুরুটা হয়েছে প্রত্যাশা মতো। সফরকারীরা এখন বড় ইনিংসের স্বপ্ন দেখতেই পারে। অবিচ্ছিন্ন তৃতীয় উইকেট জুটিতে এরই মধ্যে ৯২ রান তুলেছেন। দ্বিতীয় নতুন বলে দারুণ বোলিং করে থিতু হয়ে যাওয়া দুই ব্যাটসম্যানকে বেশ ভুগিয়েছেন মিচেল স্টার্ক। তবে মাটি কামড়ে কঠিন সেই সময়টা পার করে দিয়েছেন সফরকারী ব্যাটিংয়ের অন্যতম দুই স্তম্ভ। পুজারার ২০০ বলে ও কোহলি ১০৭ বলের অপরাজিত ইনিংসে চার সমান ৬টি করে। ক্যারিয়ারে নিজের প্রথম দুই টেস্টে মিডলঅর্ডারে ব্যাট করা হনুমা বিহারি ইনিংস উদ্বোধন করেন আগারওয়ালের সঙ্গে। টস জিতে ব্যাট করতে নামা ভারতকে সাবধানী শুরু এনে দেন। সফরকারীদের উদ্বোধনী জুটিতে আসে ৪০ রান। এই রান করতে ১৮.৫ ওভার খেলেন বিহারি-আগারওয়াল। নিজেকে একদম গুটিয়ে রেখেছিলেন বিহারি। ৬৬ বলে ৮ রান করে তিনি প্যাট কামিন্সের শর্ট বলে ধরা পড়েন এ্যারন ফিঞ্চের হাতে। পুজারার সঙ্গে আগারওয়ালের ৮৩ রানের জুটিও ভাঙ্গেন কামিন্স। বিজয় ও রাহুলÑ এ্যাডিলেডে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৩ ও দ্বিতীয় ইনিংসে ৬৩। পার্থের দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে ৬, দ্বিতীয় ইনিংসে ০। বিজয় দুই টেস্টের চার ইনিংসে মোট রান করেছেন ৪৯। অন্যজন রাহুল, দুই টেস্টের চার ইনিংসে মোট সংগ্রহ ৪৮। প্রথম জনের এখনও পর্যন্ত সিরিজে গড়া ১২.২৫। দ্বিতীয় জন খুব পিছিয়ে নেই ১২। রীতিমতো বিপাকে ভারতের ওপেনিং জুটিতে তাই পরিবর্তনটা ছিল অবধারিত। কিন্তু তাই বলে একসঙ্গে দুইজনের বাদ পড়ার কথা হয়তো অনেকেই ভাবতে পারেননি। নতুন ওপেনিং জুটিতে বিশেষ করে অভিষেকে সেঞ্চুরি মিস করলেও প্রত্যাশার অনেকটাই পূরণ করতে পেরেছেন আগারওয়াল। প্যাট কামিন্সের গতির কাছে পরাস্ত হওয়ার আগে খেলেছেন ৭৬ রানের প্রতিশ্রুতিশীল এক ইনিংস। তার ১৬১ বলের ইনিংসটি গড়া ৮ চার ও এক ছক্কায়। বাকি সময়ে পুজারা-কোহলির ব্যাটে এগিয়ে গেছে ভারত। পরিসংখ্যান বলছে, অধিনায়ক হিসেবে প্রতিপক্ষের মাঠে এ পর্যন্ত আট টেস্টে টস জিতেছেন কোহলি। এর মধ্যে জিতেছেন সাত টেস্টে, বাকি এক ড্র (বৃষ্টিতে) তিন বছর আগে ফতুল্লায় বাংলাদেশের বিপক্ষে। প্রথমদিনে শক্ত ভিত পেয়ে যাওয়ায় এই পরিসংখ্যানে কোহলি কিন্তু আস্থা রাখতেই পারেন। স্কোর ॥ ভারত প্রথম ইনিংস ॥ ২১৫/২ (৮৯ ওভার; বিহারি ৮, আগারওয়াল ৭৬, পুজারা ৬৮*, কোহলি ৪৭*; স্টার্ক ০/৩২, হ্যাজলউড ০/৪৫, লেয়ন ০/৫৯, কামিন্স ২/৪০, মার্শ ০/২৩)। ** প্রথমদিন শেষে সাফল্য ধরে রেখেছেন সুব্রত বিশ্বাস স্পোর্টস রিপোর্টার ॥ ভারতের মধ্য প্রদেশের ভূপাল শহরে চলমান ভূপাল আন্তর্জাতিক গ্র্যান্ডমাস্টারস দাবায় সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছেন বাংলাদেশের উত্তরা সেন্টাল চেস ক্লাবের ক্যান্ডিডেট মাস্টার সুব্রত বিশ্বাস। অষ্টম রাউন্ডের খেলা শেষে সুব্রত বিশ্বাস ৮ খেলায় সাড়ে ছয় পয়েন্ট পেয়ে ১৩ জনের সঙ্গে যুগ্মভবে দ্বিতীয় স্থানে অবস্থান করছেন। জনতা ব্যাংক অফিসার ওয়েলফেয়ার সোসাইটির মোঃ আবজিদ রহমান ৬ পয়েন্ট নিয়ে ১৪ জনের সঙ্গে মিলিতভাবে তৃতীয় স্থানে রয়েছেন।
×