ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নাগরিক অধিকারবিষয়ক সেমিনার

প্রকাশিত: ০৬:৫৯, ২৭ ডিসেম্বর ২০১৮

নাগরিক অধিকারবিষয়ক সেমিনার

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ২৬ ডিসেম্বর ॥ শান্তি জিতলে, জিতবে দেশ- এমন সেøাগান নিয়ে বুধবার বেলা ১১টায় কুয়াকাটায় অভিজাত হোটেল শিকদার রিসোর্ট এ্যান্ড ভিলায় ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল সংলাপের আয়োজন করে। সংলাপে নাগরিক অধিকার বিষয়ক এ সেমিনারে বক্তারা একাদশ জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণভাবে সম্পন্নের আশাবাদ ব্যক্ত করেন। অংশগ্রহণকারীরা সন্ত্রাস ও মাদকমুক্ত দেশ গড়ার অঙ্গীকার প্রত্যাশা করেন। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন সাংবাদিক মোজাহিদ প্রিন্স। শপথবাক্য পাঠ করান পটুয়াখালী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ শিক্ষাবিদ এম নুরুল ইসলাম। ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের বরিশাল রিজিওন প্রধান দিপু হাবিবুর রহমানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনির আহমেদ ভূইয়া। চেক বিতরণ নিজস্ব সংবাদদাতা, কচুয়া, চাঁদপুর, ২৬ ডিসেম্বর ॥ কচুয়ায় ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে ব্যবসা পরিচালনা করার জন্য সুদমুক্ত ১ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে। বুধবার উপজেলা সমাজসেবা অধিদফতরের আওতায় ক্ষুদ্র ৫ ব্যবসায়ীকে জনপ্রতি ২০ হাজার টাকা করে ১ লাখ টাকার চেক বিতরণে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার নীলিমা আফরোজ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাসুদুল হাসান, সমাজসেবা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মিজানুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা বিথী রানী চক্রবর্তী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইদুর রহমান প্রমুখ।
×