ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পটুয়াখালী-৪ ॥ নৌকায় আস্থা বেশিরভাগের

প্রকাশিত: ০৬:৫৮, ২৭ ডিসেম্বর ২০১৮

পটুয়াখালী-৪ ॥ নৌকায় আস্থা বেশিরভাগের

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ২৬ ডিসেম্বর ॥ নৌকার দুর্গ খ্যাত পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনকে এখন বলা হয় ভিআইপি আসন। এই আসনের মহাজোট প্রার্থীর পক্ষে প্রচারের মোক্ষম সুযোগ বিস্ময়কর উন্নয়ন। প্রধানমন্ত্রীর নিজস্ব দর্শনে করা পায়রা পোর্টসহ একাধিক বিদ্যুত প্লান্ট, শের-ই-বাংলা নৌঘাঁটি, কলাপাড়া-কুয়াকাটা ২২ কিমি সড়কে তিন সেতু। আন্ধারমানিক নদীতে কুয়াকাটাগামী বিকল্প সড়কে সৈয়দ নজরুল ইসলাম সেতু নির্মাণসহ কুয়াকাটার ব্যাপক উন্নয়ন কর্মকা- রয়েছে প্রচারের মূল হাতিয়ার। এখানকার নৌকার মাঝি অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব রয়েছে বিশেষ সুবিধায়। তারপরও নেতাকর্মী-সমর্থকরা কোমর বেঁধে প্রচারে নেমেছেন। আওয়ামী লীগের নেতাকর্মীরা যেমন আসনটি বিপুল ভোটের ব্যবধানে জেতার জন্য মরিয়া হয়ে আছেন। তেমনি বিএনপিও এই দুর্গে হানা দেয়ার সব চেষ্টা চালাচ্ছে। বিএনপি প্রার্থী ধানের শীষের এবিএম মোশাররফ হোসেনও প্রচারে সরব রয়েছেন। প্রত্যহ চলছে মাইকিং। তবে তাদের অভিযোগ পুলিশ তাদের অন্তত ৪০ নেতাকর্মীকে ইতোমধ্যে গ্রেফতার করেছে। মামলা করা হয়েছে শতাধিক নেতাকর্মীর নামে। বাড়ি বাড়ি গিয়ে পুলিশ ও আওয়ামী লীগ কর্মীরা হামলা চালায়। যে কারণে তারা প্রচার কাজ চালাতে পারছেন না।
×