ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কুড়িগ্রাম-২ আসনে চিত্র দ্রুত পাল্টে যাচ্ছে

প্রকাশিত: ০৬:৫৭, ২৭ ডিসেম্বর ২০১৮

কুড়িগ্রাম-২ আসনে চিত্র দ্রুত পাল্টে যাচ্ছে

রাজুমোস্তাফিজ, কুড়িগ্রাম ॥ নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে কুড়িগ্রাম-২ আসনের (কুড়িগ্রাম সদর, রাজারহাট ও ফুলবাড়ী) মহাজোটের প্রার্থী ততই এগিয়ে যাচ্ছেন দুর্বার গতিতে। জেলাবাসী মনে করছে সরকারের উন্নয়ন ধারাবাহিকতা রক্ষা করা আর জঙ্গী দুর্নীতি রোধে বর্তমান সরকারের বিকল্প নেই। কুড়িগ্রাম এর শহর বন্দর ও গ্রামে সর্বত্রই এখন চলছে নির্বাচনের আলোচনা। কুড়িগ্রামের এ আসনটি আওয়ামী লীগের হলেও ভোটের হিসাব-নিকাশ অনুযায়ী কৌশলগত কারণে কুড়িগ্রাম-২ আসনে কোন প্রার্থীকে মনোনয়ন দেয়নি আওয়ামী লীগ। এখানে মহাজোটের প্রার্থী জাতীয় পার্টির প্রার্থীকে মনোনয়ন দিয়েছে। মনোনয়ন বণ্টনের পর স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা কিছুটা হতাশ হয়েছিল। কোনভাবেই মানতে পারছিল না জাতীয় পার্টির প্রার্থীকে। কিন্তু কেন্দ্রীয় নেতাদের নির্দেশে জাতীয় স্বার্থে স্থানীয় নেতারা শেখ হাসিনার নির্দেশ মেনে নেন একসময়। সব দুঃখ ভুলে জাতীয় পার্টির প্রার্থীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ শুরু করেন। প্রথমদিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠে না নামার কারণে বিএনপি কিছুটা সুবিধাজনক অবস্থানে ছিল। কিন্তু দিন যত গড়াচ্ছে ভোটর চিত্র একদম পাল্টে যাচ্ছে। গত এক দশকে সারাদেশের মতো কুড়িগ্রামে যে উন্নয়ন হয়েছে তারই ধারাবাহিকতা ধরে রাখতে চাচ্ছে মহাজোটের প্রার্থী। কুড়িগ্রাম জেলার মানুষ বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞ। তিনি কুড়িগ্রাম জেলার দরিদ্রতা দূর করার জন্য গত ৫ বছরে শত ব্যস্ততার মাঝেও চারবার এসেছেন। নানা উন্নয়ন কর্মসূচীর ফলক উন্মোচন করেছেন। প্রতিশ্রুতি দিয়েছেন কুড়িগ্রামে কৃষিবিশ^বিদ্যালয়, অর্থনৈতিক জোন, মেডিক্যাল কলেজ নির্মাণ করে দিবেন। এই উন্নয়ন যেন ব্যাহত না হয় এ আলোচনাই চলছে সর্বত্র। এ কারণ সাধারণ মানুষ মহাজোটের প্রার্থীর প্রতি ঝুঁকে পড়ছেন।
×