ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভোলা-৪ ॥ নৌকায় ভোট চাইলেন চলচ্চিত্রের ছয় শিল্পী

প্রকাশিত: ০৬:৫৬, ২৭ ডিসেম্বর ২০১৮

ভোলা-৪ ॥ নৌকায় ভোট চাইলেন চলচ্চিত্রের ছয় শিল্পী

নিজস্ব সংবাদদাতা, চরফ্যাশন, ২৬ ডিসেম্বর ॥ ভোলার চরফ্যাশনে নৌকা মার্কার প্রচার অভিযানে চলচ্চিত্রের ছয় শিল্পী। এরা হলেন ফেরদৌস, রিয়াজ, অপু বিশ্বাস, ইমন , পপি ও পূর্ণিমা। বুধবার দুপুরে চরফ্যাশন ফ্যাশন স্কয়ারে নৌকা মার্কার প্রচার অভিযানকালে চলচ্চিত্র শিল্পীরা বলেন, উন্নয়নের প্রতীক নৌকা মার্কা। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে বাংলাদেশের উন্নয়ন হয়। আর শেখ হাসিনা হচ্ছেন উন্নয়নের রোল মডেল। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০ ডিসেম্বর ভোলা-৪ চরফ্যাশন ও মনপুরার মানুষের উন্নয়নের অগ্রদূত বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপিকে আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে সংসদে পাঠাবেন। এসময় উপস্থিত ছিলেন, ভোলা-৪ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম এমপি, নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, পৌর মেয়র বাদল কৃষণ দেবনাথ, প্রমুখ। চলচ্চিত্র শিল্পীরা চরফ্যাশন সদর রোড দিয়ে শশীভূষণ ও দক্ষিণ আইচা থানায় পর্যন্ত গিয়ে নৌকা মার্কার লিফলেট বিতরণ করে প্রচার চালান। ওই সময় নায়ক-নায়িকাদের সঙ্গে তাল মিলিয়ে নৌকা নৌকা স্লোগান দিয়ে পুরো এলাকা মুখর করে তুলেছেন দলীয় নেতাকর্মীরা। নায়ক নায়িকাদের এক নজর দেখার জন্য স্থানীয় জনতার ঢল নামে। নৌকার প্রচারে পূজা উদ্যাপন পরিষদ নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ২৬ ডিসেম্বর ॥ জেলার ছয়টি আসনের মধ্যে পাঁচটি আসনে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে নৌকার প্রচারে নেমেছেন জেলা পূজা উদ্যাপন পরিষদের নেতারা। তারা সংসদীয় আসনগুলোর বিভিন্ন মন্দির প্রাঙ্গণে উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ ও হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে উঠান বৈঠকসহ গণসংযোগ করে নৌকায় ভোট প্রার্থনা করছেন। জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি ও জেলা গণতন্ত্রী পার্টির সভাপতি ভূপেন্দ্র ভৌমিক দোলনের নেতৃত্বে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জিপি এ্যাডভোকেট বিজয় শংকর রায়, জেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক নারায়ণ দত্ত প্রদীপ, সাবেক কাউন্সিলর অরুণ কুমার সাহাসহ অন্যরা গণসংযোগে অংশ নেন।
×