ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

নির্বাচনের নামে ত্রাসের রাজত্ব চলছে ॥ মওদুদ

প্রকাশিত: ০৬:৫৫, ২৭ ডিসেম্বর ২০১৮

নির্বাচনের নামে ত্রাসের রাজত্ব চলছে ॥ মওদুদ

নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী, ২৬ ডিসেম্বর ॥ এটা কোন নির্বাচন নয়, এখানে নির্বাচনের নামে ত্রাসের রাজত্ব চলছে। এটাকে নির্বাচন না বলে সরকারী দলের দুর্বৃত্তায়ন বলা চলে। এখানে সামান্যতম নির্বাচনী পরিবেশ নেই। দেশবাসী যদি ভোট দিতে না পারে তাহলে এ সরকারের জন্য কলঙ্ক হবে এবং গণতন্ত্রের মৃত্যু ঘটবে বাংলাদেশে। এ অবস্থা যদি সারা বাংলাদেশে হয় তাহলে নির্বাচনের উপর মানুষের বিশ্বাস একেবারেই চলে যাবে। আর কোন আস্থা কোনদিন থাকবে না। তবে আমি এখনও আশাবাদী ভোটাররা যদি নির্বাচনের দিন ভোট কেন্দ্রে গিয়ে নির্বিঘেœ ভোট দিতে পারেন তাহলে আমার ন্যায় সারাদেশে ধানের শীষের প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ করবে। কথাগুলো বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নোয়াখালী-৫ আসন থেকে বিএনপির প্রার্থী ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি বুধবার বিকেলে উপজেলার সিরাজপুর ইউনিয়নের মানিকপুরে তার নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে এ কথাগুলো বলেন। তিনি বলেন, দেশের মানুষ জাতীয় ও আন্তর্জাতিকভাবে দেখুক দলীয় সরকারের অধীনে কেমন নির্বাচন হয়। এটা একটা সুযোগ ছিল আওয়ামী লীগের প্রমাণ করার জন্য যে, দলীয় সরকারের অধীনেও সুষ্ঠু নির্বাচন করা যায়। কিন্তু তারা ক্ষমতার লোভে পেশী শক্তি দিয়ে, পুলিশের শক্তি দিয়ে ও বলপ্রয়োগ করে নির্বাচন করতে চাচ্ছে। আমি রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, সেনাবাহিনীর জেলার দায়িত্বে থাকা লে. কর্নেল মুনির, কোম্পানীগঞ্জে মেজর মোস্তফা ও থানার ওসিসহ সবাইকে জানিয়েছি। কিন্ত কোন লাভ হচ্ছে না। অভিযোগ অস্বীকার আওয়ামী লীগের এদিকে সংবাদ সম্মেলনে মওদুদ আহমদের করা অভিযোগ অস্বীকার করে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে তাৎক্ষণিক এক সংবাদ সম্মেলন করেছে। সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বাদল বলেন, ব্যারিস্টার মওদুদ আহমদের সকল বক্তব্য ভিত্তিহীন, অসত্য ও কল্পনাপ্রসূত। নির্বাচনে সাধারণ ভোটারদের সাড়া না পেয়ে তিনি আজ অবান্তর বক্তব্য দিয়ে যাচ্ছেন। তিনি বিএনপি দলীয় নেতাকর্মীদের উপর হামলার বিষয়ে চ্যালেঞ্জ করে বলেন, এমন একটা ঘটনা তিনি (মওদুদ) প্রমাণ করুক, যে ঘটনার সঙ্গে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জড়িত। বাস্তবতা হলো, ওবায়দুল কাদেরের উন্নয়ন ও সুশাসনের ফলে নোয়াখালী-৫ আসনের জনগণ মওদুদ আহমদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। যে কারণে তিনি (মওদুদ) এখন অনেকটা দিশেহারা হয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে এবং ওবায়দুল কাদেরের বিরুদ্ধে অভিযোগ তুলে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছেন।
×