ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে এবার ‘শহীদ’ হওয়ার হুঙ্কার মিনুর

প্রকাশিত: ০৬:৫৪, ২৭ ডিসেম্বর ২০১৮

রাজশাহীতে এবার ‘শহীদ’ হওয়ার হুঙ্কার মিনুর

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ এবার ‘শহীদ’ হওয়ার হুঙ্কার দিয়েছেন সদর আসনে বিএনপির প্রার্থী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। তিনি বলেন, ‘হয় শহীদ হব অথবা কারাবরণ করব; তবে নির্বাচনের শেষ দেখে ছাড়ব। বুধবার সকালে নগর বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মিজানুর রহমান মিনু। সংবাদ সম্মেলনে মিনু ছাড়াও বিএনপির ভাইস চেয়ারম্যান ও রাজশাহী-১ আসনের প্রার্থী ব্যারিস্টার আমিনুল হক এবং নগর বিএনপির সাধারণ সম্পাদক ও রাজশাহী-৩ আসনের প্রার্থী শফিকুল হক মিলন বক্তব্য রাখেন। নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি এবং বিচার বিভাগীয় তদন্ত করে তার শাস্তির দাবি করেছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও রাজশাহী-২ আসনের প্রার্থী মিজানুর রহমান মিনু। মিজানুর রহমান মিনু বলেন, ‘নির্বাচনের দিন যদি প্রচুর লোক ক্ষয় হয় এবং এখন পর্যন্ত যে লোক ক্ষয় হয়েছে, আহত হয়েছে, সন্ত্রাস হয়েছে, এর জন্য দায়ী প্রধান নির্বাচন কমিশনার। আমরা তার পদত্যাগ দাবি করছি এবং বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে তার শাস্তির দাবি করে।’ এ সময় উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এ্যাডভোকেট কামরুল মনির, জেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন তপু, নগরের সাংগঠনিক সম্পাদক আসলাম সরকার, জেলার সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মামুন প্রমুখ।
×