ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঠাকুরগাঁও-৩ আসন নৌকা প্রতীকের ব্যাপক গণসংযোগ

প্রকাশিত: ০৬:৫৪, ২৭ ডিসেম্বর ২০১৮

ঠাকুরগাঁও-৩ আসন নৌকা প্রতীকের ব্যাপক গণসংযোগ

সংবাদদাতা, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, ২৬ ডিসেম্বর ॥ বুধবার দুপুরে ঠাকুরগাঁও-৩ আসনে মহাজোট ও নৌকার প্রার্থী সংসদ সদস্য অধ্যাপক ইয়াসিন আলীর পক্ষে কয়েক হাজার নেতাকর্মী রাণীশংকৈলে মোটরসাইকেল শোডাউন করেছে। প্রার্থী, নেতাকর্মী ও সচেতন ভোটাররা পীরগঞ্জ ও রাণীশংকৈল উপজেলার আনাচে কানাচে নৌকার পক্ষে ব্যাপক গণসংযোগ করছেন। সকল বাধা অতিক্রম করে নৌকার প্রার্থী অধ্যাপক ইয়াসিন আলী জনগণের মাঝে শেখ হাসিনার নজিরবিহীন উন্নয়নের কথা প্রচার করে জনগণকে নৌকা প্রতীকে ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে ভোট চাইছেন। অনেক ভোটার নৌকার পক্ষে সাড়া দিচ্ছে। ফলে নির্বাচনী এলাকায় নৌকার প্রচার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। গত ৫ বছরে অধ্যাপক ইয়াসিন আলী এলাকায় যথেষ্ট উন্নয়ন করেছেন। ব্যক্তি হিসেবে এলাকায় তার যথেষ্ট সুনাম রয়েছে। সকল স্তরের মানুষ সহজেই তার সঙ্গে যোগাযোগ করে তাদের সমস্যার কথা বলে সমাধান পেয়ে থাকেন। ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগ সিনিয়র সহ-সভাপতি ও সাবেক এমপি ইমদাদুল হক এ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোটর গাড়ি মার্কায় নির্বাচন করার কারণে তাকে মোটর গাড়ির কর্মীরা একাধিকবার নির্বাচন প্রচারে বাধা সৃষ্টি, হামলা, ভাংচুরসহ কর্মীদের মারপিট করে গুরুতর আহত করেন। ফলে প্রচারে তিনি অনেকটাই বাধার সম্মুখীন হন। বর্তমানে এসব ঝামেলা অতিক্রম করে তিনি ও তার নেতাকর্মীরা নির্বিঘেœ পীরগঞ্জ ও রাণীশংকৈল উপজেলার বিভিন্নস্থানে পথসভা, মোটরসাইকেল শোডাউন ও নির্বাচনী প্রচার করছেন। ঝালকাঠিতে নৌকার প্রার্থীদের সমর্থন দিয়ে প্রার্থিতা প্রত্যাহার নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি, ২৬ ডিসেম্বর ॥ ঝালকাঠি ১ ও ২ আসনের জাতীয় পার্টির প্রার্থী এস এ কুদ্দুস খান নৌকা প্রতীকের মহাজোট প্রার্থীদের সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। আনুষ্ঠানিকভাবে জাতীয় পার্টির নেতাকর্মী এবং শিল্পমন্ত্রী আলহাজ আমির হোসেন আমুর উপস্থিতিতে তিনি এই ঘোষণা করেন। জাতীয় পার্টির নেতাকর্মীদের এখন থেকে মহাজোট প্রার্থীকে নৌকায় ভোট দিয়ে মহাজোটকে শক্তিশালী করার আহ্বান জানান।
×