ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পুলিশকে থামান, না হলে মহাজোটের উইকেট পড়ে যাবে ॥ জাপা প্রার্থী

প্রকাশিত: ০৬:৫২, ২৭ ডিসেম্বর ২০১৮

পুলিশকে থামান, না হলে মহাজোটের উইকেট পড়ে যাবে ॥ জাপা প্রার্থী

সংবাদদাতা, বদরগঞ্জ, রংপুর, ২৬ ডিসেম্বর ॥ রংপুর-২(বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের জাপা প্রার্থী অধ্যক্ষ আসাদুজ্জামান চৌধুরী সাবলু অভিযোগ করে বলেছেন- বদরগঞ্জ থানার ওসির নির্দেশে পুলিশ সদস্যরা স্বাধীনতাবিরোধী শক্তির হয়ে কাজ করছে। কারণ বর্তমান ওসি’র নিয়োগ হয়েছে স্বাধীনতাবিরোধী সরকারের আমলে। এ কারণে তিনি স্বাধীনতাবিরোধী শক্তির হয়ে প্রতিনিয়ত মহাজোটের শরিক জাপা নেতাকর্মীদের গ্রেফতার ও নানাভাবে হয়রানি করছেন। তিনি বলেন, দলের হয়ে কাজ করার অপরাধে এরই মধ্যে জাপা কর্মী দেলদার হোসেন ও ওয়ার্ড জাপা সভাপতি আনিছুল ইসলামকে পুলিশ গ্রেফতার করেছে। এছাড়া মিছিলে অংশ নেয়ার অপরাধে উপজেলা জাপার সম্পাদক ম-লীর সদস্য আলমগীর হোসেনের বাড়ি ঘেরাও করে তাকে গ্রেফতারের চেষ্টা করা হয়েছে। সাবলু চৌধুরী বলেন, পুলিশের বর্তমান কর্মকা-ে মনে হচ্ছে তারা মহাজোটের প্রতিপক্ষ। তা নাহলে জাপা নেতাকর্মীদের কেন গ্রেফতার করা হবে, কেনই বা জাপা কর্মীরা নির্বাচনী মাঠে থাকতে পারবেন না। তিনি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে বলেন, পুলিশকে থামান। নইলে এখানে জাপার উইকেট পড়ে যাবে। আর জাপার উইকেট পড়ে যাওয়া মানেই মহাজোটের একটি উইকেট পড়ে যাওয়া। তিনি বলেন, জাপা চেয়ারম্যান দেশে থাকলে হয়ত তার কাছেই বিচার দিতাম। কিন্তু তার অনুপস্থিতিতে মহাজোট নেত্রীর কাছেই বিচার দিতে বাধ্য হলাম। বুধবার বিকেলে স্থানীয় শহীদ মনির সংলগ্ন উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় তার সঙ্গে ছিলেন উপজেলা জাপার সহ-সভাপতি নজরুল ইসলামসহ স্থানীয় নেতারা। এদিকে বদরগঞ্জ থানার ওসি আনিছুর রহমান জানিয়েছেন, অন্যায়ভাবে এখন পর্যন্ত কাউকেই গ্রেফতার করা হয়নি। যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা রয়েছে শুধু তাদের গ্রেফতার করা হয়েছে। সেখানে কে কোন দলের সেটা বিবেচ্য হতে পারে না। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কে কি বলল তাতে কিছুই যায় আসে না। কারণ পুলিশের দায়িত্বটুকুই পুলিশ পালন করে যাচ্ছে।
×