ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ভোলায় হাতপাখার কর্মীদের হুমকির অভিযোগ

প্রকাশিত: ০৬:৫১, ২৭ ডিসেম্বর ২০১৮

ভোলায় হাতপাখার কর্মীদের হুমকির অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, ভোলা, ২৬ ডিসেম্বর ॥ ভোলা-১ (সদর) আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের হাত পাখার প্রার্থী মাওলানা মুফতি ইয়াছিন নবীপুরী সংবাদ সম্মলনে অভিযোগ করে বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেয়িং মাঠ তৈরি করতে ইসি ব্যর্থ । তার নির্বাচনী এলাকায় হাত পাখার বিজয় নিশ্চিত জেনে নৌকা প্রতীকের নেতা-কর্মীরা বিভিন্ন ইউনিয়নে কর্মীদের হুমকিধমকি এবং পোস্টার সাঁটাতে বাধা দিচ্ছে। বুধবার সকালে ভোলা জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। এ সময় তিনি আরও বলেন, তাদের নেতা-কর্মীদের ভয়ভীতি দেখিয়ে ভেদুরিয়া, ফেরিঘাট, রাজাপুর ইউনিয়নসহ বিভিন্ন স্থানে পোস্টার সাঁটানো ও গণসংযোগে বাধা প্রদান করা হয়েছে। শিবপুরে তাদের কর্মী জামাল উদ্দিনকে মারধর করা হয়েছে। তিনি এ কর্মকা-ের তীব্র নিন্দা জানিয়ে প্রশাসনের কাছে দুষ্কৃতিকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান। এসময় আরও বক্তব্য রাখেন, ভোলা-২ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী এম ওবায়েদুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশেশের ভোলা জেলার সহ সভাপতি মাওলানা তাজউদ্দিন ফারুকি, সাধারণ সম্পাদক মাওলানা তরিকুল ইসলাম, পৌর ইসলামী আন্দোলন বাংলাদেশের সাধারণ সম্পাদক মাওলানা আতাউর রহমান প্রমুখ।
×