ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বরগুনা-১ আসনে হাত পাখার বাতাসে উড়ছে ধান

প্রকাশিত: ০৬:৫১, ২৭ ডিসেম্বর ২০১৮

বরগুনা-১ আসনে হাত পাখার বাতাসে উড়ছে ধান

নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা, ২৬ ডিসেম্বর ॥ বরগুনা-১ (বরগুনা সদর-আমতলী-তালতলী) আসনের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পালে হাওয়া লেগেছে। আওয়ামী লীগ প্রার্থী ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর প্রতীকের আলোচনা সর্বত্র। হাত পাখার বাতাসে উড়ছে ধানের শীষ। শহর থেকে গ্রামান্তরে সর্বত্র বিরাজ করছে নির্বাচনের আমেজ। ত্রিমুখী লড়াইয়ে বড় ফ্যাক্টর হবে প্রমত্তা পায়রা নদীর পূর্ব পাড় আমতলী-তালতলীর উপজেলার ভোট। সকল প্রার্থী পায়রার পূর্ব পাড়ের ভোটারদের আকৃষ্ট করতে প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন। এ আসনে সাত প্রার্থী থাকলে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে আওয়ামী লীগ প্রার্থী সংসদ সদস্য এ্যাডভোকেট ধীরেন্দ্র চন্দ্র দেবনাথ শম্ভু ও বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ মোঃ মতিয়ার রহমান তালুকদার এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত বরগুনার কেওড়াবুনিয়া পীর আলহাজ মাওলানা মাহমুদুল হোসাইন ওলিউল্লাহের মাঝে। ত্রিমুখী লড়াইয়ে এগিয়ে রয়েছে আওয়ামী লীগের নৌকা প্রতীক। শুরুতে ধানের শীষ প্রতীকের প্রতি ভোটারদের আস্থা থাকলেও তাদের প্রচারে ভাটা পরায় ভোটাররা সেই আস্থা হারিয়ে ফেলেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের হাত পাখার বাতাসে উড়ছে ধানের শীষের প্রতীক। ভোটাররা তিনটি ভাগে বিভক্ত হয়ে পড়েছে। এদিকে বরগুনা-১ (সদর-আমতলী-তালতলী) আসন তিনটি উপজেলা নিয়ে গঠিত। এ তিন উপজেলার মাঝখানে রয়েছে একটি চার কিলোমিটারের প্রশস্ত প্রমত্তা পায়রা নদী। এ নদীর দু’পাড়ের মানুষের মাঝে রয়েছে বৃহৎ বিভাজন। গত ১০ বছর উন্নয়নে বঞ্চিত হয়েছে আমতলী-তালতলী উপজেলার মানুষ। এ নিয়ে দু’উপজেলার মানুষের মাঝে রয়েছে বিস্তর ক্ষোভ। এ ক্ষোভকে কাজে লাগিয়ে বৈতরণি পার করতে চায় বিএনপি প্রার্থী মোঃ মতিয়ার রহমান তালুকদার। কারণ তিনি এ পায়রা নদীর পূর্ব পাড়ের প্রার্থী। পায়রা নদীর পশ্চিম পাড়ের প্রার্থী হিসেবে চিহ্নিত বর্তমান সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ও মাওলানা ওয়ালী উল্লাহ। সাধারণ ভোটারও দুটি ভাগে বিভক্ত। এক ভাগ উন্নয়ন বঞ্চিত আমতলী-তালতলীর পক্ষে। আরেক ভাগ বরগুনার সদর উপজেলায়। আমতলী-তালতলী উপজেলায় দুই লাখ চৌদ্দ হাজার আর বরগুনা সদরে এক লাখ ৯৬ হাজার ভোট। এক লাখ ৯৬ হাজার ভোটের মধ্যে দুইজন প্রার্থী এবং দুই লাখ চৌদ্দ হাজার ভোটের মধ্যে একজন প্রার্থী। বরগুনা সদরে দুই প্রার্থী হওয়ায় একটু বেকায়দায় তারা। তবে উভয় প্রার্থীর জয় পরাজয় নিশ্চিত হবে পায়রা নদীর পূর্ব পাড় আমতলী-তালতলী উপজেলার সাধারণ ভোট দিয়ে। যে এ দু’উপজেলার ভোট বেশি পাবে তিনিই জয়ী হবেন এমনটাই ধারণা সাধারণ মানুষের। সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি জরিপে ৭১ জনের মতামতে দেখা গেছে ৪২ জন নৌকায়, ১৫ জন বিএনপি, ৫ জন হাতপাখা এবং ৯ জন নিরপেক্ষ রয়েছে।
×