ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রচারে ব্যস্ত আওয়ামী লীগ ॥ মাঠে নেই বিএনপি

প্রকাশিত: ০৬:৫০, ২৭ ডিসেম্বর ২০১৮

প্রচারে ব্যস্ত আওয়ামী লীগ ॥ মাঠে নেই বিএনপি

সংবাদদাতা, ভূঞাপুর, টাঙ্গাইল, ২৬ ডিসেম্বর ॥ টাঙ্গাইলের আট আসনের অন্যতম গুরুত্বপূর্ণ আসন হচ্ছে টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর)। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ প্রার্থী ছোট মনিরের সমর্থকরা প্রচার ব্যস্ত সময় কাটাচ্ছে। দিন রাত সভাসমাবেশ, ওঠান বৈঠক এবং মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছেন তারা। অন্যদিকে বিএনপি মাঠে নেই বললেই চলে। নির্বাচনী প্রতীক বরাদ্দের পর কিছুটা ভোটের আমেজ লক্ষ্য করা গেলেও দিন যাচ্ছে আর কর্মীশূন্য হয়ে পড়ছে। আওয়ামী লীগ থেকে মনোনয়ন পাওয়া ছোট মনির দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রাতদিন প্রচার চালিয়ে যাচ্ছেন। ইতোমধ্যেই তিনি ইউনিয়ন থেকে শুরু করে প্রতি ওয়ার্ডে নির্বাচনী অফিস স্থাপন ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছেন। প্রতিটি ওয়ার্ডে কর্মিসভা করে নেতাকর্মীদের উজ্জীবিত করে রেখেছেন। স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম জেলার বিভিন্ন নেতৃবৃন্দুর সমন্বয়ে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে কয়েকটি বড় জনসভা করেছেন। এতে দলীয় মনোনয়নকে কেন্দ্র করে আওয়ামী লীগের ভেতরে যে তিক্ততার সৃষ্টি হয়েছিল তা এখন আর নেই। মান অভিমান ভুলে সবাই দলীয় প্রার্থীকে বিজয়ী করতে পুরোদমে প্রচার চালিয়ে যাচ্ছে। এ দিকে বিএনপি মনোনীত প্রার্থী কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু জেলে থাকায় অনেকটা মন্থর গতিতে চলছে তার প্রচার। টুকুর পক্ষে প্রচারে নেমেছেন তার বড় ভাই জেলা বিএনপির সভাপতি শামছুল আলম তোফা ও টুকুর স্ত্রী সায়মা পারভীন। এখন পর্যন্ত বড় ধরনের কোন সভা সমাবেশ করতে পারেনি তারা। প্রতীক পাওয়ার পর খ- খ- ভাবে দলীয় নেতাকর্মীরা প্রচার চালালেও এখন তাও চোখে পড়ছে না। কেন্দ্র পরিচালনা কমিটি তো দূরের কথা উপজেলায় মূল নির্বাচনী কমিটিই করতে পারেনি দলটি। দলীয় কন্দোলের কারণে এখনও অগোছালোই রয়ে গেছে তারা। টুকু পত্মীরা প্রাণপণ চেষ্টা করছে গোছানোর জন্য। তাদের চেষ্টার কারণে কিছু নেতাকর্মীর মধ্যে প্রাণ ফিরে আসলেও দলের অভ্যন্তরীণ কোন্দল রয়েছে তা এখনও পুরোপুরি নিরসন হয়নি। এ পর্যন্ত সাবেক পৌর মেয়র ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল খালেক ম-লের অনুসারি লোকজনদের মাঠে দেখা যায়নি। ফলে অনেকটা হতাশায় রয়েছে দলীয় নেতাকর্মীরা। আবার অনেক নেতাকর্মীদের অজানা ভয়েও মাঠে দেখা যাচ্ছে না। কিছু কিছু নেতাকর্মীরা অভিযোগ করেছেন আওয়ামী লীগের কর্মীরা তাদের নির্বাচনী প্রচারে বাধা, পোস্টার ছিঁড়ে ফেলেছে। কিন্তু আওয়ামী লীগের কর্মীরা তা অস্বীকার করে বলেছেন, এ ধরনের কোন ঘটনা ঘটেছে কিনা জানা নেই। ঘটলেও তাদের দলীয় কন্দোলের কারণে বিএনপির লোকজনেই করেছে। নির্বাচনে তাদের ভরাডুবি দেখে নানা টালবাহানা করছে।
×