ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চ্যানেল আই’র ফারুকী হত্যা মামলার তদন্ত রিপোর্ট পেশ ৭ ফেব্রুয়ারি ধার্য

প্রকাশিত: ০৬:৪৬, ২৭ ডিসেম্বর ২০১৮

চ্যানেল আই’র ফারুকী হত্যা মামলার তদন্ত রিপোর্ট পেশ ৭ ফেব্রুয়ারি ধার্য

স্টাফ রিপোর্টার ॥ বেসরকারী টেলিভিশনের ইসলাম বিষয়ক অনুষ্ঠানের উপস্থাপক মাওলানা নূরুল ইসলাম ফারুকী হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার দিন আগামী ৭ ফেব্রুয়ারি ধার্য করেছেন আদালত। বুধবার মামলার তদন্ত কর্মকর্তা তদন্ত প্রতিবেদন জমা না দিলে ঢাকা মহানগর আদালতের বিচারক দেবব্রত বিশ্বাস নতুন দিন ধার্য করেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, ১৪ সালের ২৭ আগস্ট রাজধানীর পূর্ব রাজা বাজারের বাসায় দুর্বৃত্তরা চ্যানেল আই’র কাফেলা অনুষ্ঠানের উপস্থাপক ও হাইকোর্ট মাজার মসজিদের খতিব মাওলানা নূরুল ইসলাম ফারুকীকে হত্যা করে। হত্যাকাণ্ডের একদিন পর ফারুকীর ছেলে ফয়সাল ফারুকী বাদী হয়ে অজ্ঞাতনামা ৮-৯ জনকে আসামি করে শেরেবাংলা নগর থানায় হত্যা ও ডাকাতির অভিযোগে মামলা দায়ের করেন। এ হত্যা মামলায় বিভিন্ন সময় সন্দেহভাজন হিসেবে জেএমবি, আনসারুল্লাহ ও হুজির ১৩ সদস্যসহ ১৬ জনকে গ্রেফতার করা হয়েছিল। তাদের মধ্যে ১২ জন এখনও কারাগারে। প্রথমে থানা পুলিশ ও পরে মামলাটির তদন্তের দায়িত্ব দেয়া হয় ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশকে। মামলাটি ডিবিতে স্থানান্তরের পর তদন্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয়া হয় ইন্সপেক্টর জুলহাস উদ্দিন আকন্দকে। গত বছরের শেষের দিকে মামলাটি ডিবি থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) হস্তান্তর করা হয়।
×