ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সব দলের ইশতেহারের বিষয়ই অর্থনৈতিকভাবে গঠনমূলক

প্রকাশিত: ০৬:৪৩, ২৭ ডিসেম্বর ২০১৮

সব দলের ইশতেহারের বিষয়ই অর্থনৈতিকভাবে গঠনমূলক

অর্থনৈতিক রিপোর্টার ॥ আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রায় সব দলের নির্বাচনী ইশতেহারের অধিকাংশ বিষয়ই অর্থনৈতিকভাবে গঠনমূলক বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গবর্নর ড. আতিউর রহমান। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় অনুষদে একাদশ জাতীয় নির্বাচনের ইশতেহার পর্যালোচনা বিষয়ক সেমিনারে তিনি বলেন, অর্থনৈতিকভাবে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার সকল পরিকল্পনাই রয়েছে ইশতেহারে। আর সকলের সহযোগিতার মাধ্যমে ইশতেহার বাস্তবায়নও সম্ভব বলে মনে করেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজনেস অনুষদের ডীন শিবলি রুবায়েত, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মিজানুর রহমান। নতুন বছরে শুল্ক সমন্বয় করবে চীন অর্থনৈতিক রিপোর্টার ॥ ২০১৯ সালের জন্য কিছু পণ্যের আমদানি-রফতানি শুল্ক সমন্বয়ের ঘোষণা দিয়েছে চীন সরকার। শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে চাঙ্গা করতে বৈদেশিক বাণিজ্য বাড়ানোর লক্ষ্যে এ পদক্ষেপ নেয়া হয়েছে। দেশটির অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়, গবাদি পশুর জন্য সয়মিলের বিকল্প খাবার, তুলা, সূর্যমুখী, পামওয়েল আমদানিতে শুল্ক প্রত্যাহার করা হবে। এর বিপরীতে আকরিক লোহাসহ ৯৪ ধরনের পণ্য রফতানিতে শুল্ক ছাড় দেয়া হবে। একই সঙ্গে বিনিয়োগ, ভোক্তা ব্যয় বৃদ্ধি ও প্রযুক্তিগত উদ্ভাবন বৃদ্ধির ওপর জোর দিচ্ছে চীন। আগামী জুলাই থেকে ২৯৮টি তথ্যপ্রযুক্তি পণ্যে শুল্ক কমানো হবে। অন্যদিকে উড়োজাহাজের ইঞ্জিনসহ ৭শ’ এর বেশি পণ্যে অস্থায়ী শুল্কারোপের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বেইজিং। ইতালিতে আস্থা ভোটে সংশোধিত বাজেট পাস অর্থনৈতিক রিপোর্টার ॥ ২০১৯ সালের সংশোধিত বাজেট অনুমোদন দিয়েছে ইতালির সিনেট। ব্রাসেলসের সঙ্গে অচলাবস্থা শেষে কয়েকটি বিষয়ে সংশোধনী এনেছে দেশটির সরকার। ইতালির স্থানীয় সময় রবিবার মধ্য রাতে আস্থা ভোটে পাস হয় আগামী অর্থবছরের বাজেট।
×