ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পাইকারি বাজারে পেঁয়াজের কেজি ১৬ টাকা

প্রকাশিত: ০৬:৪৩, ২৭ ডিসেম্বর ২০১৮

পাইকারি বাজারে পেঁয়াজের কেজি ১৬ টাকা

অর্থনৈতিক রিপোর্টার ॥ রাজধানীর বাজারগুলোতে পেঁয়াজের বিপুল সরবরাহ। ফলে পাইকারিতে কেজিতে পণ্যটির দাম নেমে এসেছে ১৪ থেকে ১৬ টাকায়। বাজারভেদে দামে কিছুটা তফাৎ থাকলে মোটা দাগে বেশ সহনীয় নিত্য এ পণ্যটির দাম। ভরা মৌসুমে সরবরাহ বেশি থাকায় পণ্যটির দাম কমেছে বলে জানান ব্যবসায়ীরা। একই সঙ্গে বেড়েছে ভারতীয় পেঁয়াজের আমদানি। রাজধানীর শ্যামবাজারের পেঁয়াজ ব্যবসায়ীদের তথ্যমতে, বর্তমানে দেশী এবং ভারতে থেকে আমদানি করা পেঁয়াজের যোগান বেড়েছে। চাহিদার চেয়ে যোগান বেশি হওয়ায় প্রভাব পড়েছে দামে। গেল ৫-৭ দিন থেকেই দাম সহনীয় হতে শুরু করে। তবে পাইকারিতে যে দামে বিক্রি হচ্ছে খুচরায় বিক্রি হচ্ছে তার চেয়ে ৪-৬ টাকা বেশিতে। এদিকে হিলি স্থলবন্দরের পাশে স্থানীয় পাইকারি বাজারগুলোতে মানভেদে আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১০-১৩ টাকায়। ভারতে কর হার কমাল জিএসটি কাউন্সিল অর্থনৈতিক রিপোর্টার ॥ ভারতে ১৭টি পণ্য ও ছয়টি সেবার করহার কমিয়েছে ভারতের গুডস এ্যান্ড সার্ভিসেস ট্যাক্স (জিএসটি) কাউন্সিল। এ তালিকায় অন্যতম সিনেমার টিকেট, টেলিভিশন, ডিজিটাল ক্যামেরা ও হিমায়িত সবজি। এসব পণ্যের করহার সর্বোচ্চ ২৮ শতাংশ থেকে ১৮ শতাংশে নামিয়েছে জিএসটি কাউন্সিল। সংস্থাটি জানায়, সর্বোচ্চ করহারের তালিকায় এখনও ২৮টি পণ্য রয়েছে। ভারতের অর্থমন্ত্রী অরুণ জেটলি জানান, ২৮ শতাংশ করহারের তালিকা ছোট করার পদক্ষেপ হিসেবে এ ছাড় দিয়েছে জিএসটি। তবে একে ক্ষতিকর পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন কেরালার অর্থমন্ত্রী থমাস আইজ্যাক। তিনি জানান, এ পদক্ষেপের ফলে ভারতের কেন্দ্রীয় ও রাজ্য সরকারগুলো এক বছরে ৮০ কোটি ডলারের বেশি রাজস্ব হারাবে। আর চলতি অর্থবছরের শেষ প্রান্তিকে রাজস্ব হারাবে প্রায় ২০ কোটি ডলার।
×