ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ওসামা তাসীর ঢাকা চেম্বারের সভাপতি নির্বাচিত

প্রকাশিত: ০৬:৪৩, ২৭ ডিসেম্বর ২০১৮

ওসামা তাসীর ঢাকা চেম্বারের সভাপতি নির্বাচিত

অর্থনৈতিক রিপোর্টার ॥ ওসামা তাসীর ২০১৯ সালের জন্য ঢাকা চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি নির্বাচিত হয়েছেন। ঢাকা চেম্বার মিলনায়তনে ২২ ডিসেম্বর, ২০১৮ তারিখে অনুষ্ঠিত ডিসিসিআইর ৫৭তম বার্ষিক সাধারণ সভায় তাঁকে আনুষ্ঠানিকভাবে সভাপতি হিসেবে ঘোষণা করা হয়। একই সঙ্গে ওয়াকার আহমেদ চৌধুরী উর্ধতন সহসভাপতি এবং ইমরান আহমেদ সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। ঢাকা চেম্বারের নবনির্বাচিত পরিচালকরা হলেন- আশরাফ আহমেদ, দ্বীন মোহাম্মদ, এনামুল হক পাটোয়ারী, মোঃ রাশেদুল করিম মুন্না এবং শামস্ মাহমুদ। ঢাকা চেম্বারের নবনির্বাচিত সভাপতি ওসামা তাসীর বাংলাদেশের প্রধান রফতানি পণ্য তৈরি পোশাক খাতের একজন সফল উদ্যোক্তা। তিনি ২০১৪ সালে ঢাকা চেম্বারের উর্ধতন সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি ২০০৭-০৮ মেয়াদে বিজিএমইএর পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন। ডিসিসিআইর নবনির্বাচিত উর্ধতন সহ-সভাপতি ওয়াকার আহমেদ চৌধুরী একজন সফল উদ্যোক্তা যিনি ইনভেস্টমেন্ট ব্যাংকিং, লিজিং ইনস্যুরেন্স এবং ট্রেডিং ব্যবসার সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত। চৌধুরী ভ্যানগার্ড এসেট ম্যানেজমেন্ট লিমিটেডের (প্রাইভেট ইকুয়িটি প্রদানকারী শীর্ষস্থানীয় মিউচুয়ার ফান্ড ম্যানেজার) এর ব্যবস্থাপনা পরিচালক। নবনির্বাচিত সহ-সভাপতি ইমরান আহমেদ ‘নওয়াব এ্যান্ড সন্স’ এর প্রধান নির্বাহী কর্মকর্তা এবং ‘আইএসএএস ট্রেডিং কর্পোরেশন’ ও ‘স্টাডিজ ওয়ার্ল্ড ওয়াইড’-এর ব্যবস্থাপনা পরিচালক। বাংলাদেশ চেম্বারের এজিএম অনুষ্ঠিত অর্থনৈতিক রিপোর্টার ॥ শনিবার সকালে বিসিআই বোর্ডরুমে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) ৩২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিসিআইয়ের সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু। সভায় উপস্থিত সদস্যবৃন্দ তাদের ভ্যাট, ট্যাক্স এবং আমদানি-রফতানি সম্পর্কিত বিভিন্ন সমস্যা সম্পর্কে আলোকপাত করেন এবং বিসিআই সভাপতি তাদের সমস্যা সমাধানের জন্য সর্বাত্মক সহযোগিতার আশ^াস প্রদান করেন। বিসিআই সভাপতি বলেন, যেহেতু বিসিআই সমগ্র বাংলাদেশ ভিত্তিক একক এবং একমাত্র জাতীয় শিল্পচেম্বার সেহেতু স্থানীয় সকল শিল্পের পথে সর্বপ্রকার প্রতিবন্ধকতা নিরসনে আমাদের সবাইকে প্রয়োজনীয় ভূমিকা পালনের চেষ্টা করতে হবে।
×