ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সুপার স্যাটারডেতে প্রত্যাশিত বিক্রি হয়নি যুক্তরাজ্যে

প্রকাশিত: ০৬:৪২, ২৭ ডিসেম্বর ২০১৮

সুপার স্যাটারডেতে প্রত্যাশিত বিক্রি হয়নি যুক্তরাজ্যে

অর্থনৈতিক রিপোর্টার ॥ ক্রিসমাসের আগের শেষ শনিবার তথা সুপার স্যাটারডেতে প্রত্যাশিত বিক্রি হয়নি যুক্তরাজ্যে। বছরের ব্যবধানে যুক্তরাজ্যের হাই স্ট্রিট ফুটফলে সার্বিক বিক্রি কমেছে প্রায় ১ শতাংশ। তবে সপ্তাহের ব্যবধানে বিক্রি বেড়েছে প্রায় ৭ শতাংশ। খ্রীস্টানদের ধর্মীয় অনুষ্ঠান বড়দিনের মাত্র দুই দিন আগে এমন বিক্রিতে সন্তুষ্ট নন বিক্রেতারা। তারা জানান, প্রতিবছর সর্বোচ্চ বিক্রির তালিকায় ব্ল্যাক ফ্রাইডের পরই থাকে সুপার স্যাটারডে। তবে এবার বিক্রির চিত্র একেবারেই ভিন্ন। বড় ছাড় দেয়া হলেও বছরের ব্যবধানে বিক্রি অনেক কমে গেছে। বিশ্লেষকরা বলছেন, প্রথমবারের মতো ব্ল্যাক ফ্রাইডের ১০০ দিন আগে ক্রিসমাস শপ চালু হওয়ায় আগে থেকে ছাড়ে পণ্য কেনার সুযোগ পেয়েছেন স্থানীয়রা। ফলে সুপার স্যাটারডেতে ভাল সাড়া পাওয়া যায়নি। নির্বাচন উপলক্ষে ব্যাংক থেকে টাকা তোলার হিড়িক পড়েছে। তা এতটাই বেশি যে আন্তঃব্যাংক মুদ্রাবাজার বা কলমানি থেকে ধার করে চাহিদা মেটানো যাচ্ছে না। এ কারণে মাত্র ৫ দিনে ৫ হাজার ৩৩০ কোটি টাকার বেশি কেন্দ্রীয় ব্যাংক থেকে ধার করেছে ব্যাংকগুলো। এতে আন্তঃব্যাংক মুদ্রা বাজারে চাপ তৈরি হচ্ছে বলে জানায় এবিবি। আর কেন্দ্রীয় ব্যাংক মনে করে, নির্বাচন পরবর্তী সময়ে এসব টাকা আবারও সিস্টেমে ফিরে আসবে। উৎসবে রূপ নিয়েছে নির্বাচন। আর উৎসব হবে, খরচ হবে না- তাতো হবার নয়। হয়েছেও তাই। ব্যাংকগুলো নগদ টাকার চাহিদা আন্তঃব্যাংক মুদ্রাবাজার থেকে ধার করে মেটাতে পারছে না। তাই দ্বারস্থ হয়েছে বাংলাদেশ ব্যাংকের। ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকের কাছে তাদের হাতে থাকা বন্ড জিম্মায় রেখে মাত্র ৫ দিনে মোট ৫ হাজার ৩৩০ কোটি ৭১ লাখ টাকা ধার করেছে। এর মধ্যে ৬ শতাংশ সুদে ৪ হাজার ৬৭৬ কোটি টাকা এবং ৯ শতাংশ সুদে ৬৫৪ কোটি ১৫ লাখ টাকা ধার করেছে।
×