ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

খেলাপী ঋণ আদায়ে বিশেষ বেঞ্চ গঠন করা হচ্ছে

প্রকাশিত: ০৬:৪১, ২৭ ডিসেম্বর ২০১৮

খেলাপী ঋণ আদায়ে বিশেষ বেঞ্চ গঠন করা হচ্ছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ খেলাপী ঋণ আদায় বাড়াতে একটি বিশেষ বেঞ্চ গঠন করা হতে পারে। এছাড়া ঋণ আদায় বাড়াতে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে অর্থমন্ত্রণালয়। গত সেপ্টেম্বর পর্যন্ত কাগজে-কলমেই খেলাপী ঋণের পরিমাণ এক লাখ কোটি টাকার কাছাকাছি পৌঁছে গেছে। বুধবার অর্থমন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে রাষ্ট্রায়াত্ত ৪ বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের নিয়ে অনুষ্ঠানিক ঋণ পরিস্থিতি পর্যালোচনা সভায় এ নির্দেশ দেয়া হয়। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব আসাদুল ইসলামের সভাপতিত্বে সভায় সোনালী, রূপালী, জনতা এবং অগ্রণী ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংকের কর্মকর্তাসহ অর্থমন্ত্রণালয়ের কর্মকর্তারাও বৈঠকে অংশগ্রহণ করেন। এ প্রসঙ্গে সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওবায়দুল্লাহ মাসুদ সভা সম্পর্কে বলেন, বাংলাদেশ আগের অবস্থানে নেই। বর্তমানে ব্যাংকিং খাতে সাড়ে ৮ লাখ কোটি টাকার ঋণ। এর মধ্যে খেলাপী রয়েছে এক লাখ কোটি টাকা। এ বছর আদায় হয়েছে মাত্র ২৭ হাজার কোটি টাকা। এজন্য সভায় আমাদের কাছে খেলাপী ঋণ আদায় বাড়াতে একটি পরিকল্পনা চাওয়া হয়েছে। আমরা আমাদের সাজেশন শীঘ্রই দেব। সেখানে আমরা ঋণ আদায়ে হাইকোর্টে রিট করা কমানোসহ একটি বিশেষ বেঞ্চ গঠন করার পরামর্শ দেব। কারণ রিটপিটিশনের কারণে বড় বড় ঋণ আদায় করতে পারছি না। সম্প্রতি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, খেলাপী ঋণ বিষয়ে সমাধান করাটা একটু কঠিন। খেলাপী ঋণ ব্যাংকিং খাতের সবচেয়ে বড় সমস্যা। তবে ১০ শতাংশের নিচে রাখাটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। এজন্য খেলাপী ঋণ কীভাবে আদায় করা যায় এ বিষয়ে একটা প্রতিবেদন তৈরি করা হচ্ছে। যা আগামী সরকারের জন্য রেখে যাব। সেখানে ১০ শতাংশ খেলাপী ঋণ হলেই এ্যাকশনে যাওয়ার পরামর্শ থাকতে পারে বলে জানান তিনি। তথ্যমতে, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো সেপ্টেম্বর পর্যন্ত ঋণ বিতরণ করেছে ১ লাখ ৫৪ হাজার কোটি টাকা। এর মধ্যে ৪৮ হাজার কোটি টাকা খেলাপী হয়েছে, যা মোট ঋণের প্রায় ২৩ শতাংশ। একই সময়ে বেসরকারী খাতের ব্যাংকগুলো ঋণ বিতরণ করেছে ৬ লাখ ৫৬ হাজার কোটি টাকা। এর মধ্যে ৪৩ হাজার কোটি টাকা খেলাপী হয়েছে, যা মোট ঋণের ৬ দশমিক ৫৮ ভাগ।
×