ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মার্জিন রুলের স্থগিতাদেশের মেয়াদ বাড়ল

প্রকাশিত: ০৬:৩৮, ২৭ ডিসেম্বর ২০১৮

মার্জিন রুলের স্থগিতাদেশের মেয়াদ বাড়ল

পুঁজিবাজারে মার্জিন রুলস স্থগিত আদেশের মেয়াদ ১ জানুয়ারি ২০১৯ থেকে ৩১ ডিসেম্বর ২০২০ পর্যন্ত বাড়িয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বুধবার কমিশনের ৬৭০তম সভায় এই সময় বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। জানা গেছে, ঢাকা ব্রোকার্স এ্যাসোসিয়েশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ও বিনিয়োগকারীদের স্বার্থ বিবেচনা করে কমিশন মার্জিন রুলস ১৯৯৯ ৩(৫)-এর কার্যকারিতা স্থগিত আদেশের মেয়াদ বাড়ানো হয়েছে। ১৯৯৯ সালের মার্জিন রুলসের ৩(৫) ধারায় উল্লেখ করা হয়েছে, কোন বিনিয়োগকারীর ডেবিট ব্যালেন্স ১৫০ শতাংশের নিচে নেমে গেলে ঋণদাতা প্রতিষ্ঠান তার কাছে নতুন করে মার্জিন চাইবে। এই মার্জিনের পরিমাণ এমন হবে যাতে তার ডেবিট ব্যালেন্স ১৫০ শতাংশের ওপরে থাকে। প্রসঙ্গত, পুঁজিবাজারে মন্দার মধ্যে ঋণ নিয়ে টাকা খাটিয়ে লোকসানে পড়া বিনিয়োগকারীদের দাবিতে ২০১৩ সালের এপ্রিলে মার্জিন রুলসের এই নিয়ম স্থগিত করা হয়। -অর্থনৈতিক রিপোর্টার
×