ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জাহিন স্পিনিংয়ের রাইট শেয়ার অনুমোদন

প্রকাশিত: ০৬:৩৮, ২৭ ডিসেম্বর ২০১৮

জাহিন স্পিনিংয়ের রাইট শেয়ার অনুমোদন

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি জাহিন স্পিনিংয়ের তৃতীয় বিশেষ সাধারণ সভায় (ইজিএম) দুটির বিপরীতে একটি করে রাইট শেয়ারের প্রস্তাব অনুমোদন করেছেন শেয়ারহোল্ডাররা। সোমবার রাজধানীর সুগন্ধা কমিউনিটি সেন্টারে এই বিশেষ সাধারণ সাভার আয়োজন করা হয়। বর্তমানে কোম্পানির মোট শেয়ারের সংখ্যা ৯৮ কোটি ৫৫ লাখ ২৭ হাজার। বাংলাদেশ সিকিউরিটি এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চূড়ান্ত অনুমতি পেলে কোম্পানির মোট শেয়ারের সংখ্যা বেড়ে দাঁড়াবে ১৪৭ কোটি ৮২ লাখ ৯৫ হাজারে। ৩০ জুন ২০১৮ সমাপ্ত হিসাব বছরে জাহিন স্পিনিংয়ের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১৩২ কোটি ৭ লাখ ৩৪ হাজার। আগের বছরের একই সময় মোট সম্পদের পরিমাণ ছিল ১২০ কোটি ৫৭ লাখ ৮১ হাজর টাকার। প্রধান অতিথির বক্তব্যে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মাহমুদুর রহমান বলেন, চলতি বছর আমরা আরও ৪৭ কোটি টাকার মেশিনারি যুক্ত করতে যাচ্ছি। এর মাধ্যমে আগামীতে আমাদের আয়ের পরিমাণ আরও বৃদ্ধি পাবে। এবছর ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করলেও ভবিষ্যতে নগদ লভ্যাংশ দেয়ার প্রতিশ্রুতিও জানান এমডি। উল্লেখ, ৩০ জুন ২০১৮ সমাপ্ত হিসাব বছরে জাহিন স্পিনিং ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১৭ পয়সা। এটি আগের বছর ছিল ১ টাকা ২১ পয়সা। আলোচ্য সময়ে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৩ টাকা ৪০ পয়সা। আগের বছর যা ছিল ১৪ টাকা ৮ পয়সা।
×