ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কপারটেক ইন্ডাস্ট্রিজের আইপিও অনুমোদন

প্রকাশিত: ০৬:৩৮, ২৭ ডিসেম্বর ২০১৮

কপারটেক ইন্ডাস্ট্রিজের আইপিও অনুমোদন

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে থেকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে টাকা উত্তোলনের অনুমোদন পেয়েছে কপারটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। বুধবার বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সভায় এ অনুমোদন দেয়া হয়। বিএসইসির নির্বাহী পরিচালক সাইফুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিএসইসি সূত্র জানায়, আইপিওর মাধ্যমে বাজার থেকে কোম্পানিটি ২০ কোটি টাকা উত্তোলন করবে। কোম্পানিটিকে ১০ টাকা ইস্যু মূল্যের ২ কোটি সাধারণ শেয়ার আইপিও-এর মাধ্যমে ইস্যু করার অনুমতি দেয়া হয়েছে। আইপিওর মাধ্যমে উত্তোলিত ২০ কোটি টাকা দিয়ে কোম্পানিটি প্লান্ট এবং যন্ত্রপাতি ক্রয় ও স্থাপন, ভবন ও সিভিল ওয়ার্ক খাত, ব্যাংক ঋণ পরিশোধ ও আইপিও খরচ বাবদ ব্যয় করবে। ৩১ জুন, ২০১৮ সমাপ্ত সময়ের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১২ টাকা ০৬ পয়সা। শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৬০ পয়সা। উল্লেখ্য, কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে এমটিবি ক্যাপিটাল লিমিটেড।
×