ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ব্যয় বৃদ্ধিতে আলহাজ টেক্সটাইলের মুনাফায় ধস

প্রকাশিত: ০৬:৩৭, ২৭ ডিসেম্বর ২০১৮

ব্যয় বৃদ্ধিতে আলহাজ টেক্সটাইলের মুনাফায় ধস

অর্থনৈতিক রিপোর্টার ॥ আলহাজ টেক্সটাইল মিলসের প্রবৃদ্ধি ২০১৩ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত অবিচ্ছিন্ন থাকলেও ২০১৭-১৮ অর্থবছরে ধরে রাখা সম্ভব হয়নি বলে জানিয়েছেন কোম্পানির চেয়ারম্যান মোঃ আব্দুল্লাহ বোখারি। এর পেছনে কাঁচামালের মূল্য বৃদ্ধি, বিদ্যুতের খরচ বৃদ্ধি, গ্যাস কোম্পানি কর্তৃক কল্পিত বিল প্রস্তুতে খরচ বৃদ্ধি, শ্রমিক-কর্মচারীগণের মজুরি বৃদ্ধি পাওয়া এবং বাজার চাহিদা কম থাকায় বিক্রি কম হওয়া অন্যতম কারণ হিসেবে রয়েছে। এছাড়া উৎপাদন ব্যয়ের তুলনায় বিক্রয় মূল্য বৃদ্ধি না পাওয়া ধসের একটি কারণ। বুধবার রাজধানীর আর্মি গলফ ক্লাবে প্রতিষ্ঠানটির ৩৬তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) তিনি এসব কথা বলেন। আলহাজ টেক্সটাইলের ২০১৭-১৮ অর্থবছরে নিট মুনাফা হয়েছে ৯৭ লাখ টাকা বা শেয়ার প্রতি ০.৪৮ টাকা। যার পরিমাণ আগের বছর ছিল ৩ কোটি ২০ লাখ টাকা বা ১.৫৮ টাকা। এ হিসাবে ২০১৭-১৮ অর্থবছরে নিট মুনাফা কমেছে ২ কোটি ২৩ লাখ টাকা বা ৭০ শতাংশ। আব্দুল্লাহ বোকারি বলেন, সুতা শিল্পের ভবিষ্যত আশাব্যঞ্জক। তবে অর্থনৈতিক ব্যবস্থার দুর্বলতায় তাঁত শিল্প ক্রমান্বয়ে কমে যাওয়ার ফলে ঝুঁকির শঙ্কা রয়েছে। এছাড়া বন্ডেড ওয়ার হাউজের শুল্কমুক্ত সুতা ও বিভিন্ন পথে আসা বিদেশী সুতা সহজপ্রাপ্য হওয়ার কারণে চাহিদা হ্রাস পাওয়ায় ঝুঁকি রয়েছে। তৈরি পোশাক শিল্পের অগ্রগতি অব্যাহত থাকলে এই সমস্যা কেটে যাবে। তিনি আরও বলেন, টেক্সটাইল এবং পোশাক খাত দেশের একটি বৃহত্তম উৎপাদন শিল্প। এর মধ্যে স্পিনিং সেক্টর অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। স্পিনিংয়ের পণ্যগুলো তুলার সুতা, পলিয়েস্টার সুতা, সিনথেটিক সুতা যা বিশেষায়িত বস্ত্র, হ্যান্ডলুম, বুনন এবং হোসিয়ারীর মতো উপক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে। প্রায় ৮৫ শতাংশ তুলার সুতা এবং ৫০ শতাংশ রফতানিভিত্তিক ফ্যাব্রিক্স উৎপাদনকারী মিলের চাহিদা বেসরকারী খাতের স্পিনিং মিলের দ্বারা পূরণ করা হচ্ছে বলে তিনি জানান। এজিএমে পর্ষদের ঘোষিত ১০ শতাংশ বোনাস লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদিত হয়। এছাড়া এজিএমে আরও পাঁচটি আলোচ্যসূচী (এজেন্ডা) অনুমোদিত হয়। এজিএমে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোঃ তালহা, পরিচালক সোহরাওয়ার্দী, হারুন-অর রশিদ, স্বতন্ত্র পরিচালক আব্দুস সোবহান ভূইয়া, প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) সাকাউয়াত আলী, কোম্পানি সচিব আজাহারুল ইসলামসহ আরও অনেকে।
×