ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

তিন প্রান্তিকে যমুনা ব্যাংকের অতিরঞ্জিত মুনাফা

প্রকাশিত: ০৬:৩৭, ২৭ ডিসেম্বর ২০১৮

তিন প্রান্তিকে যমুনা ব্যাংকের অতিরঞ্জিত মুনাফা

অর্থনৈতিক রিপোর্টার ॥ শেয়ারবাজারে তালিকাভুক্ত যমুনা ব্যাংকের আর্থিক হিসাবে অতিরঞ্জিত মুনাফার তথ্য প্রকাশ করা হয়েছে। আর এই অতিরঞ্জিত তথ্য ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে কোম্পানির প্রোফাইলে প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। যমুনা ব্যাংক কর্তৃপক্ষ ২০১৮ সালের প্রথম ৩টি প্রান্তিকের যে পৃথক আর্থিক হিসাব প্রদান করেছে, তার যোগফল কোম্পানিরই প্রদত্ত ৩ প্রান্তিকের মোট হিসাবের সঙ্গে মিলছে না। যে কারণে উক্ত হিসাবকে ডিএসই কর্তৃপক্ষ ভুল হিসেবে ‘লাল’ চিহ্নিত করে রেখেছেন। দেখা গেছে, যমুনা ব্যাংক কর্তৃপক্ষ ২০১৮ সালের প্রথম প্রান্তিকে মুনাফা দেখিয়েছেন ৩১ কোটি ৬৫ লাখ ৮০ হাজার টাকা। যা দ্বিতীয় প্রান্তিকে ৭৬ কোটি ২৮ লাখ ১০ হাজার টাকা ও তৃতীয় প্রান্তিকে ৫৩ কোটি ৮৬ লাখ ৯০ হাজার টাকা দেখিয়েছেন। এ হিসাবে ৩টি প্রান্তিকের যোগফল হয় ১৬১ কোটি ৮০ লাখ ৮০ হাজার টাকা। কিন্তু কোম্পানি কর্তৃপক্ষ ৩ প্রান্তিকের মোট হিসাবে ১৬৭ কোটি ৭২ লাখ টাকা দেখিয়েছেন। এক্ষেত্রে কোম্পানি কর্তৃপক্ষ একক হিসাবের তুলনায় মোট হিসাবে ৫ কোটি ৯১ লাখ ২০ হাজার টাকার বেশি মুনাফা দেখিয়েছন। আর এই হিসাবকেই ডিএসই কর্তৃপক্ষ ‘লাল’ চিহ্নিত করে রেখেছেন। নিট মুনাফা বেশি দেখালেও শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) কম দেখিয়েছে যমুনা ব্যাংক কর্তৃপক্ষ। ব্যাংকটির প্রথম প্রান্তিকে ০.৫২ টাকা, দ্বিতীয় প্রান্তিকে ১.২৪ টাকা ও তৃতীয় প্রান্তিকে ০.৭২ টাকা ইপিএস দেখানো হয়েছে। এ হিসাবে মোট ইপিএস ২.৪৮ টাকা হলেও ব্যাংক কর্তৃপক্ষ ২.২৪ টাকা দেখিয়েছেন। উল্লেখ্য, বুধবার যমুনা ব্যাংকের শেয়ার দর দাঁড়িয়েছে ১৭.৯০ টাকায়।
×