ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ব্যাংকের দরবৃদ্ধিতে সূচকের বড় উত্থান

প্রকাশিত: ০৬:৩৭, ২৭ ডিসেম্বর ২০১৮

ব্যাংকের দরবৃদ্ধিতে সূচকের বড় উত্থান

অর্থনৈতিক রিপোর্টার ॥ বুধবার উত্থানে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। এদিন উভয় শেয়ারবাজারের সব সূচক বেড়েছে। একইসঙ্গে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর এবং টাকার পরিমাণে লেনদেন আগের দিন থেকে বেড়েছে। উভয় বাজারেই ব্যাংক ও আর্থিক খাতের কোম্পানিগুলোর দর বেড়েছে। ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই ও সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৪৯ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরীয়াহ সূচক ৮ ও ডিএসই-৩০ সূচক ১৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ২২৭ ও ১ হাজার ৮৬৮ পয়েন্টে। ডিএসইতে ৩৮৮ কোটি ২৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন থেকে লেনদেন ৩০ কোটি ৮২ লাখ টাকা বেড়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৩৫৭ কোটি ৪২ লাখ টাকা। এদিকে ডিএসইতে লেনদেন হওয়া ৩৪১টি কোম্পানির মধ্যে ২২১টি বা ৬৫ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। অন্যদিকে দাম কমেছে ৭৬টি বা ২২ শতাংশ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ৪৪টি বা ১৩ শতাংশ কোম্পানির। টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে খুলনা পাওয়ারের শেয়ার। এদিন কোম্পানির ১২ কোটি ২৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা বেক্সিমকো ফার্মার ৯ কোটি ২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৮ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স। লেনদেনে এরপর রয়েছে - সায়হাম টেক্সটাইলস, জেএমআই সিরিঞ্জ, ইউনাইটেড পাওয়ার, সায়হাম কটন, বিডিকম অনলাইন, শেফার্ড ইন্ডাস্ট্রিজ এবং এমজেএল বাংলাদেশ লিমিটেড। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১৩৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৩৫৯ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৬৫টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৫৪টির, কমেছে ৮১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির দর। সিএসইতে মোট ৬১ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
×