ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

থাইল্যান্ডে গাঁজা বৈধতা পেল

প্রকাশিত: ০৬:৩৬, ২৭ ডিসেম্বর ২০১৮

থাইল্যান্ডে গাঁজা বৈধতা পেল

এবার গাঁজা বৈধতা পেল থাইল্যান্ডে। দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে থাইল্যান্ডের পার্লামেন্ট মঙ্গলবার গাঁজার ওপর বৈধতা দিয়েছে। দেশটিতে ১৯৩০ সাল পর্যন্ত শারীরিক ব্যথা ও ক্লান্তি দূর করার জন্য গাঁজা সেবন করা ছিল একটি প্রচলিত রীতি। পরে গাঁজা সেবন, পরিবহন এবং বাজারজাতকরণে আইনী নিষেধাজ্ঞা আরোপ করা হয়। তবে আপাতত সেখানে গবেষণায় এবং ওষুধ বানানোর ক্ষেত্রে গাঁজা ব্যবহার করা হবে -ওয়েবসাইট বড়দিনে একসঙ্গে কেট-মেগান ব্রিটিশ রাজবধূ কেট মিডলটন ও মেগান মার্কল একসঙ্গে বড়দিন কাটিয়েছেন। এর আগে গুজব রটেছিল যে তারা এবারের বড়দিন আলাদাভাবে উদ্যাপন করতে পারেন। তবে সেসব পেছনে ফেলে মঙ্গলবার রাজকীয় প্রথা অনুযায়ী রানীর সঙ্গে চার্চে হেঁটে যাওয়ার সময় কেটের সঙ্গে হাসি বিনিময় করেন মেগান। এ সময় তাদের সঙ্গে যুবরাজ চার্লস, প্রিন্স উইলিয়াম ও প্রিন্স হ্যারিও ছিলেন। চার্চে তাদের একসঙ্গে সুন্দর সময়ও কাটাতে দেখা গেছে। -এনডিটিভি
×