ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মাউন্ট এটনার আশপাশে ৪.৮ মাত্রার ভূমিকম্প

প্রকাশিত: ০৬:৩৬, ২৭ ডিসেম্বর ২০১৮

মাউন্ট এটনার আশপাশে ৪.৮ মাত্রার ভূমিকম্প

সিসিলিতে ইউরোপের সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরি মাউন্ট এটনার চারপাশে ৪ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বুধবার স্থানীয় সময় রাত ৩টা ১৯ মিনিটে ভিয়াগ্রান্দে শহরের কাছে ভূমিকম্পটির উৎপত্তি হয়। খবর বিবিসির। ইতালীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ওই ভূমিকম্পে অন্তত দুই জন আহত হয়েছেন এবং বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, অনেকে দৌড়ে রাস্তায় বের হয়ে আসেন। ভূমিকম্পে নিকটবর্তী তিন লাখ বাসিন্দার শহর ক্যাতানিয়ার ভবনগুলোও কেঁপে উঠেছিল। সোমবার এটনার অগ্ন্যুৎপাতের পর থেকে এ নিয়ে কয়েক ডজন ভূমিকম্প হলো। তবে অন্যগুলো অপেক্ষাকৃত কম শক্তিশালী ছিল। এর আগে আগ্নেয়গিরিটি থেকে উদ্গীরিত ছাইয়ে নিকটবর্তী গ্রামগুলো ঢাকা পড়েছিল এবং ক্যাতানিয়া বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখতে বাধ্য করেছিল। আগ্নেয়গিরিটির কাছাকাছি বসবাসকারী লোকজনকে দ্রুত এলাকা ছেড়ে যেতে বলা হয়েছে।
×