ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সন্ত্রাসবিরোধী লড়াই

‘রাশিয়া-ইরান সামরিক সহযোগিতা জোরদার করতে হবে’

প্রকাশিত: ০৬:৩৫, ২৭ ডিসেম্বর ২০১৮

‘রাশিয়া-ইরান সামরিক সহযোগিতা জোরদার করতে হবে’

সন্ত্রাসবিরোধী লড়াইয়ের ক্ষেত্রে ইরান ও রাশিয়ার সামরিক বাহিনীর মধ্যে সহযোগিতা জোরদার করা জরুরী। মধ্যপ্রাচ্যের খুবই নাজুক পরিস্থিতি বিবেচনা করে এ পদক্ষেপ নেয়া উচিত। তেহরান সফরে আসা রাশিয়ার সামরিক বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ ভাইস এ্যাডমিরাল ইগোর ওসিপোভের সঙ্গে বৈঠকে ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি এ কথা বলেছেন। তিনি বলেন, সিরিয়া ও ইরাকে উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াইয়ে ইরান ও রাশিয়ার সেনারা যে সফলতা অর্জন করেছে তাতে দু’দেশের প্রতিশ্রুতি ও সক্ষমতার ইঙ্গিত মেলে। তিনি আরও বলেন, ইরান ও রাশিয়ার ভূ-রাজনৈতিক এবং ভূ-কৌশলগত সক্ষমতা দু’দেশের যৌথ সামরিক কমিশনের কাঠামোর ভেতরে থেকে দীর্ঘমেয়াদী সামরিক সহযোগিতা অপরিহার্য করে তুলেছে। সিরিয়ায় সহিংসতা শুরুর পর একটা পর্যায় থেকে দামেস্ক সরকারকে সামরিক পরামর্শমূলক সহযোগিতা দিয়ে আসছে ইরান। আর রাশিয়া ২০১৫ সালের ৩০ জুলাই থেকে সরাসরি বিমান হামলায় জড়িয়ে পড়ে।-ওয়েবসাইট
×